জমজমাট শ্রাচি গ্রুপ আয়োজিত বেঙ্গল সুপার লিগ (Bengal super league)।সোমবার ছিল দুটি ম্যাচ। হাওড়া-হুগলি ওয়ারিয়র্সকে হারাল সুন্দরবন বেঙ্গল অটো। ম্যাচে ফল ২-১। এখনও পর্যন্ত লিগে অপরাজিত মেহতাব হোসেনের দল।সুন্দরবনের হয়ে গোল করেন আকিব নবাব ও রিচমন্ড। হাওড়া-হুগলির হয়ে গোল করেন শেখ জিয়াবুল হোসেন।
অন্য ম্যাচে প্রথম ম্যাচে রবি হাঁসদা ও জোটার গোলে ৩-০ গোলে জিতল রয়্যাল সিটি। অন্যদিকে মেহতাব হোসেনের প্রশিক্ষণে সুন্দরবন জিতল ২-১ গোলে।

অন্য ম্যাচে বর্ধমান ব্লাস্টার্সকে হারাল জেএইচআর রয়্যাল সিটি এফসি মালদা-মুর্শিদাবাদ।
জোটার জোড়া গোল ও রবি হাঁসদার গোল করেন ।

সুন্দরবনের পয়েন্ট ৩ ম্যাচে ৯। তবে গোল পার্থক্যে লিগ টেবিলে দ্বিতীয় স্থানে তারা। অন্যদিকে এই ম্যাচেই প্রথম হারল ব্যারেটোর দল। এই ম্যাচ হারের পর হাওড়া হুগলি আছে চতুর্থ স্থানে।

অন্যদিকে, মঙ্গলবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে নর্থবেঙ্গল ইউনাইটেড মুখোমুখি হবে কোপা টাইগার বীরভূমের।

–

–

–

–

–

