Tuesday, January 13, 2026

টিউশন থেকে ফেরার পথে নাবালিকাকে গলার নলি কেটে খুনের চেষ্টা! চাঞ্চল্য মালদহে 

Date:

Share post:

সাতসকালে নয়, একেবারে জনবহুল সন্ধ্যার অন্ধকারে ফেরার পথে নৃশংস হামলার শিকার হল এক স্কুলছাত্রী। সোমবার সন্ধ্যায় টিউশন পড়ে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুনের চেষ্টার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহ থানার সাহাপুর জোতগোবিন্দপুর এলাকায়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই নাবালিকা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত নাবালিকার নাম অষ্টমী সাহানি (১৬)। সে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করে। অন্যান্য দিনের মতো সোমবার বিকালেও সে টিউশন পড়তে গিয়েছিল। পড়া শেষে সন্ধ্যা নাগাদ একটি বাগানের পথ ধরে একাই বাড়ির দিকে ফিরছিল সে। অভিযোগ, সেই সময় জনশূন্য জায়গায় আচমকাই তার পথ আটকায় এক যুবক। কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক ধারালো ছুরি বের করে অষ্টমীর গলায় কোপ বসায় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় সে চিৎকার শুরু করলে এবং পালানোর চেষ্টা করলে আততায়ী ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে দ্রুত মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, নাবালিকার আঘাত অত্যন্ত গুরুতর এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। অবস্থা আশঙ্কাজনক।প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, হামলাকারী যুবক ইংরেজবাজার এলাকার বাসিন্দা। ব্যক্তিগত শত্রুতা নাকি অন্য কোনও কারণে এই প্রাণঘাতী হামলা, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মালদহ থানায় ইতিমধ্যেই একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক পলাতক হলেও তার সন্ধানে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন- রাখে হরি… থুড়ি স্বামী, মারে কে? সুন্দরবনে বাঘের মুখ থেকে স্ত্রীকে বাঁচানোর ‘গল্প’

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

অন্যায়ভাবে নাম কাটলে রুখে দাঁড়ান: SIR নিয়ে নবান্নে তোপ মুখ্যমন্ত্রীর, নথি জমার রসিদ নেওয়ার পরামর্শ

অন্যায়ভাবে নাম বাদ! SIR প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) বিরুদ্ধে ফের তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

উত্তরপ্রদেশে জ্যাকেটের ভিতর সাপ নিয়ে হাসপাতালে আক্রান্ত: রোগীকে চিকিৎসা ‘অস্বীকার’

কোন সাপ কামড়েছে, বোঝাতে জ্যাকেটের মধ্যে সাপ ভরে নিয়ে এলেন এক রিক্সাচালক। উত্তরপ্রদেশের মথুরায় (Mathura) মুহূর্তে চাঞ্চল্য শুরু...

শুধু অবৈধরাই তালিকার বাইরে, কে নিশ্চিত করবে: SIR হয়রানিতে কমিশনে প্রশ্ন একতা মঞ্চের

ভোটার তালিকা নিবিড় সংশোধনী নতুন কিছু নয়। কিন্তু নির্বাচন কমিশন এবার এসআইআর নিয়ে যেসব পথ অবলম্বন করছে এবং...

মদনমোহন মন্দিরে পুজো দিয়ে কোচবিহারের কর্মসূচি শুরু অভিষেকের

কোচবিহারে মদনমোহন মন্দিরে (Madanmohan Mandir) পুজো দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রতিবারই কোচবিহারে...