বাংলাদেশে জ্বলছে আগুন। এই পরিস্থিতিতে দীপু দাসকে খুনের ঘটনায় সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি খোঁচা দিলেন প্রধানমন্ত্রী মোদিকেই। কেন এ বিষয়ে তিনি নীরব প্রশ্ন তুললেন অভিষেক।

সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা নিয়ে ঢাকাকে বার্তা দিয়েছে দিল্লি। কিন্তু প্রধানমন্ত্রী কিংবা বিদেশমন্ত্রীর কোনও বিবৃতি প্রকাশ্যে আসেনি। এ প্রসঙ্গে অভিষেক বলেন,”দীপু দাস নিয়ে প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর কোনও বিবৃতি বা টুইটও নেই। এঁরা আবার নিজেদের হিন্দুদের রক্ষাকর্তা বলেন। ওঁদের হিন্দু প্রেম নিয়েই তো প্রশ্ন ওঠে। দু’মাস আগেই প্রধানমন্ত্রী ইউনুসের সঙ্গে হাত মিলিয়ে এসেছিলেন। উনি এখন চুপ কেন?” একইসঙ্গে রাজ্যের বিরোধীকেও বিঁধেছেন অভিষেক। বলেছেন, “শুভেন্দু অধিকারী বলেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের থেকে ইউনুসের সরকার ভালো। আপনিই সার্টিফিকেট দিয়েছেন। তা হলে ওখানেই এখন হিন্দুদের মারা হচ্ছে!”

অভিষেক বলেন, “দীপু দাসকে বলা হচ্ছে নাকি ধর্মের বিরুদ্ধে কুরুচিকর কথা বলেছে। এর প্রমাণ কী? কারা রটাল? বাংলাদেশে এটা নিয়ে রাজনীতি হচ্ছে। আর এখানে বিজেপি রাজনীতি করছে। পুলওয়ামার ছবি দিয়ে প্রধানমন্ত্রী ভোট চেয়েছিলেন। আর বিজেপি এখানে এগুলো নিয়ে রাজনীতি করছে। ওদিকে জামাত যা করছে, এখানে বাংলায় বিজেপিও একই ভাষায় কথা বলছে।” অভিষেকের সাফ কথা, “বাংলাদেশ নিয়ে কেন্দ্র যা সিদ্ধান্ত নেবে আমরা তার পাশে থাকব। এটা দলের সিদ্ধান্ত। তা নিয়ে কোনও সিদ্ধান্ত জানাচ্ছে না কেন?”
আরও পড়ুন- নন্দীগ্রাম নিয়ে বড় ঘোষণা অভিষেকে, চালু করবেন ‘সেবাশ্রয়’

_

_

_

_

_

_
_


