Monday, December 29, 2025

দলীয় সাংসদ মিতালী বাগের মাতৃবিয়োগে আবেগপ্রবণ সায়নী

Date:

Share post:

প্রয়াত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের মা। গ্রাম থেকে দিল্লি- তৃণমূলের (TMC) যেকোন রকম লড়াইয়ে আরামবাগের মিতালী বাগ (Mitali Bag) একজন একনিষ্ঠ সৈনিক। সাংসদ হিসাবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। অত্যন্ত গরিব পরিবারের সন্তান মিতালী। ছোটবেলা থেকে বহু প্রতিকূলতার মধ্যেই নিজেকে তৈরি করেছেন তিনি। ২০১৬ সালে তাঁর বাবার মৃত্যু হয়। সেই সময় থেকে তাঁর সর্বস্ব ছিলেন মা। এবার সেই মাকেও হারিয়ে ভেঙে পড়েছেন সাংসদ।

এই অবস্থায় স্মৃতি রোমন্থন করে যাদবপুরের তারকা তৃণমূল সাংসদ সায়নী ঘোষ (Sayani Ghosh) নিজের এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে লেখেন, ”আজ আমার অত্যন্ত মন খারাপের একটি দিন। আমার সহযোগী তৃণমূল কংগ্রেসের সদস্য, আরামবাগ কেন্দ্রের মাননীয়া সংসদ সদস্য শ্রীমতী মিতালী বাগের (Mitali Bag) সদ্য মাতৃ বিয়োগের দুঃখ সবার সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে। মা শব্দটির গুরুত্ব প্রত্যেকের কাছে অপরিসীম কিন্তু যেই মা অল্প বয়েসে স্বামীহারা হয়েও নিজের ত্যাগ ও দায়িত্ব পালন করে সুযোগ্য সন্তান তৈরি করেন তিনি অসাধারণ। ব্যক্তিগতভাবে আমি তাঁর স্নেহের স্পর্শ পেয়েছি। গত বছর এই সময়েতেই আমি তাদের গ্রামে এসেছিলাম। জেঠিমা আমাকে মাতৃস্নেহে কাছে টেনে নিয়েছিলেন। নিজের হাতে আমাকে রান্না করে খাইয়ে ছিলেন। আজ মিতালীদির এই অপূরণীয় ক্ষতি আমারও ব্যাক্তিগত শোক। জেঠিমার আত্মার শান্তি কামনা করি। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় , সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবারের সঙ্গে আমিও শ্রীমতী মিতালী বাগ এবং তাঁর পরিবারের জন্য সমব্যথী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনিই তাঁদের মাতৃশোক সহ্য করার শক্তি দেবেন।
ওঁ শান্তি ।”

spot_img

Related articles

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন মুখ্যমন্ত্রীর, ঘোষণা মহাকাল মন্দিরের শিলান্যাসের দিনও

বিশ্বের বৃহত্তম দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সেই অনুষ্ঠান মঞ্চ থেকেই ঘোষণা...

বিষ্ণুপুরে ‘সেবাশ্রয় ২’ পরিদর্শন অভিষেকের, আশ্বস্ত-আপ্লুত রোগী থেকে শুরু করে স্থানীয়রা

ডায়মন্ড হারবার লোকসভার বাসিন্দাদের কাছে উন্নতমানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দিতে সেবাশ্রয় শিবির করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

এসআইআরে নাম বাদ যাওয়ার আতঙ্কে একদিনে তিন মৃত্যু রাজ্যে

এসআইআর (SIR Tension) আতঙ্কে মৃত্যু-মিছিল বেড়েই চলেছে। সোমবার ফের একদিন তিনজনের মৃত্যু হল রাজ্যে। হাওড়া, নদিয়া এবং পুরুলিয়ায়...

উত্তর না পেলে আবার আসছি: কমিশন দফতরে পাঁচ দাবি পেশ করে স্পষ্ট করল তৃণমূল

কমিশন জানাচ্ছে ১ কোটি ৩৬ লক্ষ মানুষ নানাভাবে সন্দেহভাজন। তাই নাম ওঠেনি খসড়া ভোটার তালিকায়। কিন্তু আজও তার...