Monday, January 19, 2026

মঙ্গলের সকালে প্রয়াত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া

Date:

Share post:

শেষ হল লড়াই, দীর্ঘ রোগভোগের পর মঙ্গলবার সকালে প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া (Kheleda Zia passed away)। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্টের সমস্যার জন্য তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। ফুসফুসে সংক্রমণ ও নিউমোনিয়া ধরা পড়ে। ২৭ ডিসেম্বর (শনিবার) ঢাকার এভার কেয়ার হাসপাতালের চিকিৎসকরা অশীতিপর বিএনপি নেত্রীর অতি সংকট জনক শারীরিক পরিস্থিতির কথা জানিয়েছিলেন। তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। নিয়মিত ডায়ালিসিসও চলছিল। কিন্তু এদিন সকালেই খালেদার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

প্রথম বার ১৯৯১ থেকে ১৯৯৬ পর্যন্ত, দ্বিতীয় এবং শেষ বার ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দুদফায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন খালেদা। জিয়াউর রহমানের স্ত্রী হিসেবে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হলেও নিজেই নিজের পরিচিতি তৈরি করে বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টির হাল ধরেন তিনি। প্রতিবেশী রাষ্ট্রে তার নারী শিক্ষা প্রসারের তাঁর ভূমিকার কথা কূটনৈতিক মহলে যথেষ্ট আলোচিত। যদিও ক্ষমতায় থাকাকালীন দুর্নীতির অভিযোগও ওঠে খালেদার বিরুদ্ধে। ১৭ বছরের কারাদণ্ড হয় তাঁর। সেই সময় থেকেই একাধিক বার অসুস্থ হয়ে পড়েছিলেন।চলতি বছরের গোড়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছিল। পরবর্তীতে কিডনির সমস্যা বাড়তে থাকে। এর সঙ্গে সঙ্গে একাধিক শারীরিক অসুস্থতার লক্ষণ ধরা দেয়। এবারেও তাঁকে বিদেশে নিয়ে যাওয়ার পরিকল্পনা হলেও অবস্থা স্থিতিশীল না থাকায় ঢাকাতেই চিকিৎসা করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। প্রায় এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে থাকার পর মঙ্গলবার সকালে শেষ হল লড়াই।

 

spot_img

Related articles

মাঘে কমছে শীতের আমেজ! দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী পারদ

কলকাতা ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ক্রমশ কমছে শীতের আমেজ। আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে...

হিন্দিতে কথা না বলার শাস্তি! ছত্তিশগড়ে ৩ বাঙালি ছাত্রকে নামিয়ে দেওয়া হল ট্রেন থেকে

বিজেপিশাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপর নির্যাতন অব্যাহত। বেছে বেছে বাঙালি-অত্যাচার কেন? এই প্রশ্নের জবাব এখনও মেলেনি। এবার বাংলা বলার...

আগে আত্মসমর্পণ: হাই কোর্টের নির্দেশ বহাল রেখে BDO প্রশান্ত বর্মণকে সুপ্রিম নির্দেশ

স্বর্ণ ব্যবসায়ী খুনে তিনিই মূল অভিযুক্ত। যতদিন আদালতের দিক থেকে কোনও ভয় ছিল না ততদিন বুক ফুলিয়ে নিজেকে...

এবারই গ্রিনল্যান্ড দখল! শুল্কেও অনড় ইউরোপের ঐক্যকে ট্রাম্পের নতুন হুমকি

ইউরোপের দেশগুলির উপর শুল্ক চাপিয়ে গ্রিনল্যান্ড দখল করার মরিয়া চেষ্টা চালিয়েছিলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। কিন্তু...