রাজ্যজুড়ে অপরিকল্পিত এসআইআর (SIR) আবহে কেন্দ্র ও কমিশনকে একযোগে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস। আগামী বছরের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে মোদি – শাহের দল যেভাবে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, অসুস্থ- বয়স্কদের চরম হেনস্থার শিকার হতে হচ্ছে তা এ রাজ্যের মানুষ ভালো ভাবে মেনে নেবে না বলে স্পষ্ট জানিয়েছে রাজ্যের শাসক দল। এই আবহে মঙ্গলবার বাঁকুড়া (Bankura) যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Chief Minister of West Bengal Mamata Banerjee)। একদিকে নির্বাচন অন্যদিকে এসআইআর নিয়ে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে তখন তৃণমূল সুপ্রিমোর নির্দেশ শোনার জন্য মুখে রয়েছেন বাঁকুড়ার কর্মী সমর্থকরা। বড়জোড়া ব্লকের বীরসিংহপুর ময়দানে একটি রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা মমতার। এই সভা থেকে মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

গত বিধানসভা নির্বাচনে (West Bengal assembly election) বাঁকুড়া জেলার ১২টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ৮টিই হাতছাড়া হয়েছিল তৃণমূল কংগ্রেসের। লোকসভা নির্বাচনেও জেলার দুই আসনের মধ্যে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে জয় পাইনি রাজ্যের শাসক দল। ফলে বাঁকুড়া জেলা তৃণমূলের কাছে রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন পর্যবেক্ষকরা। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর বাঁকুড়া সফরকে ঘিরে দলের অন্দরেই বাড়তি তৎপরতা। তৃণমূল নেতৃত্বের দাবি, এই জনসভায় কমপক্ষে এক লক্ষ মানুষের জমায়েতের লক্ষ্য নেওয়া হয়েছে। সংগঠনকে চাঙ্গা করা এবং বিরোধীদের শক্ত ঘাঁটিতে বার্তা পৌঁছে দেওয়াই এই সভার মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

–
–

–

–

–

–

–

–


