বাংলায় শাসন করতে এলেই নাকি বাংলাকে ‘সোনার বাংলা’ করে তুলবে বিজেপি। অত্যন্ত বিকৃত উচ্চারণে দুদিন আগেই বাংলা এসে এই কথা বলে গিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। আদতে বিজেপির এই সোনার স্বপ্ন ঠিক কেমন, তার প্রমাণ দেখিয়েছে সাম্প্রতিক মধ্যপ্রদেশ (Madhyapradesh)। বারুইপুরের সভা থেকে সেই উদাহরণ তুলে ধরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) প্রশ্ন, এরপরেও কীভাবে মানুষের অধিকার নিয়ে কথা বলে বিজেপি।

বারুইপুরের সভায় স্বরাষ্ট্রমন্ত্রীর (Home Minister) বক্তব্য তুলে ধরে অভিষেক প্রশ্ন তোলেন, দুদিন আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এসে এখানে বলেছে আমরা ‘সুনার বাংলা’ গড়ব। তাহলে পাশের ত্রিপুরা সোনার ত্রিপুরা হচ্ছে না কেন? সোনার অসম হচ্ছে না কেন? সোনার বিহার হচ্ছে না কেন?

আরও পড়ুন : এই হল বিজেপির হিন্দুত্ব! একের পর এক অডিও শুনিয়ে গেরুয়া শিবিরকে নিশানা অভিষেকের
আদতে ভারতের যেসব রাজ্যে ডবল ইঞ্জিন শাসন প্রতিষ্ঠিত সেখানকার বাস্তব ছবি মধ্যপ্রদেশে জল দূষণে ১১ জনের মৃত্যু। সেই দাবিতে এদিন অভিষেক স্পষ্ট করে দেন, একটা মানুষের বেঁচে থাকতে তার পানীয় জল প্রয়োজন। সেই পানীয় জল যে বিজেপির ডবল ইঞ্জিন (double engine state) সরকার দিতে পারে না, সেই বিজেপির গণতন্ত্র আর মানুষের অধিকার নিয়ে কথা বলার কোনও গণতান্ত্রিক অধিকার নেই।

–

–

–

–

–

–


