নতুন বছরে ভারতীয় ক্রিকেট দলের (Indian cricket team) বাইশ গজের লড়াই শুরু হতে আর মাত্র এক সপ্তাহ বাকি। এবার ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ওয়ানডে আর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে (Ind vs NZ) । প্রথম ওয়ানডে আগামী ১১ জানুয়ারি। বোর্ডের (BCCI) তরফে শনিবারের দল নির্বাচনের বৈঠকে শামি (Md Shami) থেকে পন্থ একাধিক প্লেয়ারকে নিয়ে ধোঁয়াশা।

রোহিত-বিরাটের ব্যাটিং ঝড়ে যে শুধুমাত্র নিউজিল্যান্ডকে কুপোকাত করা যাবে তা নয়। রাচিনদের মোকাবিলা করতে ভারতের বোলিং বিভাগকেও যথেষ্ট শক্তিশালী হতে হবে। অর্শদীপ সিং এবং হর্ষিত রানা (Harshit Rana) টিমে থাকলেও যশপ্রীত বুমরাকে ওয়ান ডে’তে বিশ্রাম দেওয়া হচ্ছে, সেটা একপ্রকার নিশ্চিত। আর এখান থেকেই প্রশ্ন হচ্ছে তৃতীয় পেসার হিসেবে কাকে খেলানো হবে? ঘরোয়া ক্রিকেটের ভালো খেলার ফল হিসেবে মহম্মদ শামির প্রত্যাবর্তনের আশা করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। মহম্মদ সিরাজকে (Md Siraj) কামব্যাক করানো হতে পারে বলেও মত অনেকের।শ্রেয়স আইয়ারের চোট, তাই রুতুরাজ গায়কোয়াড়ের টিমে থাকা প্রায় নিশ্চিত। কিন্তু ঋষভ পন্থ (Rishav Pant) জায়গা পাচ্ছেন কিনা তার উত্তর মিলবে দুপুরে।

–
–

–

–

–

–

–

–


