Monday, January 5, 2026

মার্কিন আগ্রাসনের গুরুতর পরিস্থিতিতে ভারতীয়দের ভেনেজুয়েলা সফরে না কেন্দ্রের

Date:

Share post:

ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-সহ মিরান্ডা, আরাগুয়া, লা গুয়াইরা অঞ্চলে মার্কিন আক্রমণ (America attack on Venezuela) এবং সেখানকার প্রেসিডেন্টকে সস্ত্রীক বন্দি করার পর থেকেই আমেরিকার আগ্রাসন নিয়ে বিশ্বজুড়ে আলোচনা শুরু হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে এই মুহূর্তে ভারতীয়দের ভেনেজুয়েলার সফরে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র(Venezuela Travel Advisory)। পাশাপাশি সে দেশে থাকা ভারতীয়দের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও প্রকাশ করেছে বিদেশমন্ত্রক (Ministry of external affairs, Government of India)। শনিবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করে বলেন, খুব জরুরি প্রয়োজন ছাড়া এই মুহূর্তে কোনও ভারতীয় যেন ভেনেজুয়েলয়া না যান। বর্তমানে সেখানে থাকা ভারতীয়দের চলাফেরা নিয়ন্ত্রণ করার পরামর্শের পাশাপাশি দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে।

ভেনেজুয়েলার উপর আক্রমণের ইঙ্গিত আগেই দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এভাবে সরাসরি একটা দেশের উপর হামলা চালিয়ে তা দখল করে নেওয়ার ঘটনার নিন্দার সরব রাশিয়া। পরিস্থিতি বুঝে পক্ষ বেছে নিতে চাইছে ইউরোপিয়ান ইউনিয়ন। তাদের তরফ থেকে মাদুরোর ক্ষমতা হস্তান্তরের বার্তা দেওয়া হলেও হামলার ঘটনাকে সমর্থন জানানো হয়নি। শনিবার সাংবাদিক বৈঠক করে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, ”যতক্ষণ না নিরাপদ, সঠিক এবং ন্যায়সঙ্গত ভাবে কাউকে ভেনেজুয়েলার ক্ষমতায় বসানোর সুযোগ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরাই ভেনেজুয়েলা পরিচালনা করব। আপাতত আমরা অন্য কাউকে ক্ষমতায় বসাতে চাই না। গত দীর্ঘ সময় ধরে এখানে যে পরিস্থিতি ছিল, এখনও সেই একই অবস্থা রয়েছে। তাই আমরাই দেশ চালাব।” এহেন পরিস্থিতিতে ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে সেভাবে কোনও মন্তব্য করা না হলেও, ভেনেজুয়েলা থাকা ভারতীয়দের নিরাপত্তার দিকটি সুনিশ্চিত করার বার্তা দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রকের তরফে প্রকাশিত ফোন নম্বর +58-412-9584288। এছাড়াও ইমেলের মাধ্যমে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। মেল আইডি- cons.caracas@mea.gov.in। এখন পরিস্থিতি কোন দিকে গড়ায় সেটাই দেখার।

spot_img

Related articles

বাম-বিজেপি দেয়নি যে সেতু তারই শিলান্যাস: কেমন সেই মুড়িগঙ্গা সেতু

রাজ্যের তথা পূর্ব ভারতের সবথেকে বড় ভক্তির মেলার আয়োজন। যেখানে কোনওদিনও কেন্দ্রের সরকার ফিরেও তাকায়নি, অথচ গোটাদেশের মানুষ...

প্রস্তুতি খতিয়ে দেখতে সোমে সাগরে মুখ্যমন্ত্রী! শিলান্যাস গঙ্গাসাগর সেতুর 

সোমবার গঙ্গাসাগরে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিবছরের মতো এ বারও গঙ্গাসাগর মেলার প্রস্তুতি খতিয়ে দেখতে তাঁর এই সফর।...

নাগরিকত্ব না থাকলে ভোটার তালিকাতেও নয়! মতুয়াদের কোপ বিজেপির সর্বভারতীয় নেতার

এসআইআর করে যেভাবে রাজ্যের মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে নির্বাচন কমিশন তাতে...

তৃণমূলের ৪০০ BLA-2-কে সংবর্ধনা, বিধানসভা ভোট উপলক্ষ্যে মন্ত্রীর থিম সং লঞ্চ

দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বাংলার বুথ স্তরে দলের বিএলএ ২...