Wednesday, January 7, 2026

শুধু মুখে বলি না, কাজে করি: ঐতিহাসিক উদ্যোগ মুখ্যমন্ত্রীর, মুড়িগঙ্গার উপর গঙ্গাসাগর সেতুর শিলান্যাস

Date:

Share post:

বাম-বিজেপি কেউ যা করতে পারেনি, তাই করে দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি উদ্যোগে মুড়িগঙ্গা নদীর উপরে তৈরি হবে চার লেনের সেতু। সোমবার, গঙ্গাসাগর সেতুর (Gangasagar Bridge) শিলান্যাস করে বাংলার মুখ্যমন্ত্রী বললেন, ”শুধু মুখে বলি না, কাজে করে দেখাই।”

সোমবার দুপুরে মুড়িগঙ্গা নদীর উপরে চার লেনের ৪.৭৫ কিলোমিটার লম্বা অত্যাধুনিক সেতুর (Gangasagar Bridge) শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। খরচ হবে ১৬৭০ কোটি টাকা। এই সেতু কাকদ্বীপ ও গঙ্গাসাগরের কচুবেড়িয়াকে জুড়বে। প্রান্তিক সাগরের জীবনযাপন পাল্টে দেবে সেতু। মুখ্যমন্ত্রী জানান, ”কাকদ্বীপের আট নম্বর লট থেকে কচুবেড়িয়াকে যুক্ত করবে গঙ্গাসাগর সেতু। নয়া সেতুর ফলে সাগরদ্বীপে ব্যবসার সুবিধা হবে, কর্মসংস্থান বাড়বে, জিনিসপত্রের দাম কমে যাবে। স্থানীয় কৃষিজাত পণ্যে কম খরচে আনা যাবে। পর্যটন উন্নত হবে। দ্রুত ত্রাণ পৌঁছানো যাবে।” 

রাজ্যের প্রশাসনিক প্রধানের কথায়, “আমরা শুধু মুখে বলি না। কাজে করে দেখাই। হাজারও প্রতিকূলতা রয়েছে এখানকার মানুষের। তাই এই সেতু নির্মাণ জরুরি ছিল।” সেতুর শিলান্যাস ছাড়াও স্থানীয় ৯৬টি প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। 

উদ্বোধন হল ‘সাগরকন্যা’। ১০০ শয্যা বিশিষ্ট একটি ডরমেটরি উদ্বোধন করা হয়েছে। গঙ্গাসাগরে সারা বছর ধরে বহু পর্যটক আসেন তাই তাঁদের কথা মাথায় রেখেই এই সেতু তৈরির পরিকল্পনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে PWD ও মেসার্স লারসেন অ্যান্ড ট্রুবো লিমিটেডের মধ্যে চুক্তিপত্র বিনিময় হয়ে গেল। সবমিলিয়ে এদিন ৩৯৪ কোটি ৯৩ লক্ষ টাকা খরচে মোট ৯৬টি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী।
আরও খবরব্রিগেডে পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে ‘বিজেপির চামচা’ হুমায়ুন

এদিন মঞ্চ থেকে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানও ছিল। সবুজসাথীর সাইকেল, লক্ষ্মীর ভান্ডারের স্যাংশন পত্র, রূপশ্রী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথীর প্রকল্পের স্যাংশান পত্র দেওয়া হয়েছে। সোমবার এই সেতুর শিলন্যাস হলেও দু’বছরের মধ্যে কাজ শেষ করার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যে ৮০ শতাংশ জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। বাকি জমিও খুব তাড়াতাড়ি অধিগ্রহণ করা হবে বলে জানান হয়েছে।

spot_img

Related articles

শীতে মানুষের পাশে পুলিশ: ৩৫০ দুঃস্থকে শীতবস্ত্র প্রদান সন্দেশখালিতে

শীতের প্রকোপে যখন সুন্দরবনের প্রত্যন্ত এলাকার মানুষ চরম কষ্টে দিন কাটাচ্ছেন, তখন মানবিক উদ্যোগ নিয়ে তাদের পাশে দাঁড়ালো...

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বিলি ২০ জানুয়ারি থেকে, ঘোষণা পর্ষদের

চলতি মাসের ২০ তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ শুরু হবে বলে জানাল মধ্য শিক্ষা পর্ষদ। ওই...

কলকাতা ও হাওড়ায় বায়ুদূষণ নিয়ে জনস্বার্থ মামলা হাইকোর্টে 

কলকাতা ও হাওড়া শহরজুড়ে ক্রমবর্ধমান বায়ুদূষণ রুখতে এবার কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা। আকাশ শর্মা নামে এক...

জনজোয়ারের অপেক্ষায় ইটাহার! অভিষেকের রোড শো ঘিরে উৎসবের মেজাজ উত্তর দিনাজপুরে

বুধবার ইটাহার শহর কার্যত জনজোয়ারে ভাসতে চলেছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সফরকে ঘিরে...