ফের শালীনতা ছাড়ালেন বিরোধী দলনেতা! বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) ‘অশালীন’ মন্তব্যের তীব্র বিরোধিতা করে এবার আক্রমণের সুর চড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। শুভেন্দুর ‘সংস্কৃতি’ ও ‘ভণ্ডামি’র মুখোশ খুলে দিতে চণ্ডীদাসের সেই কালজয়ী পঙ্ক্তি, ‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’— উদ্ধৃত করে কুণাল সাফ জানালেন, যাদের মুখে মহিলাদের প্রতি ‘শুয়োরের বাচ্চা’র মতো চরম কুরুচিকর শব্দ নির্গত হয়, তাদের মুখে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণের নাম নেওয়া আসলে পবিত্র দেবস্থানের অবমাননা।
সম্প্রতি শুভেন্দু অধিকারীর একটি মন্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্ক। অভিযোগ, সেখানে মহিলাদের প্রতি আপত্তিকর শব্দ প্রয়োগ করেছেন বিরোধী দলনেতা। সেই প্রসঙ্গ টেনেই কুণাল ঘোষ বলেন, “মানুষের সেবার চেয়ে বড় কোনও ধর্ম হতে পারে না। কিন্তু জনসেবার নাম করে যারা ক্ষমতার দম্ভে নারীদের এই ভাষায় গালিগালাজ করেন, তারা আসলে আমাদের সংস্কৃতির লজ্জা।”
‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই’
There is no greater form of worship than service to the people. And such foul-mouthed creatures, who hurl the vilest abuse at women, calling them “শুয়োরের বাচ্চা”, should not dare utter the sacred names of Bhagwan Shri Krishna and Shri… https://t.co/hEtmmcIBGp pic.twitter.com/naJtXbI4zo
— Kunal Ghosh (@KunalGhoshAgain) January 5, 2026
শুভেন্দু অধিকারী প্রায়শই তাঁর ভাষণে ‘জয় শ্রীরাম’ বা ধর্মীয় অনুষঙ্গ ব্যবহার করেন। সেই বিষয়টিকেই উল্লেখ করে কুণালের কটাক্ষ, “শুয়োরের বাচ্চা— এই শব্দটা যারা অবলীলায় বলতে পারেন, তারা কোন সাহসে ভগবান শ্রীকৃষ্ণ বা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের পবিত্র নাম উচ্চারণ করেন? ভণ্ডামির একটা সীমা থাকা উচিত।” কুণালের দাবি, বাংলার আধ্যাত্মিক ঐতিহ্য নারীশক্তির অবমাননা শেখায় না। এদিন কুণাল ঘোষ স্পষ্ট বুঝিয়ে দেন, রাজনীতির লড়াই হতে পারে আদর্শ নিয়ে, কিন্তু তা কখনওই ‘নর্দমার ভাষায়’ পৌঁছানো উচিত নয়। আক্রমণাত্মক ভঙ্গিতে তাঁর প্রশ্ন, “যে নোংরা জিভ দিয়ে গালমন্দ বেরোয়, সেই অপবিত্র জিভ দিয়ে পুণ্য নাম জপ করা যায় না। বিরোধী দলনেতা আগে নিজের কুৎসিত ভাষা সংযত করতে শিখুন, তারপর ধর্মের পাঠ দেবেন।”
আরও পড়ুন- মঙ্গলে বিনোদপুরে অভিষেকের মেগা সভা, শেষ মুহূর্তের প্রস্তুতিতে বীরভূম
_
_
_

_
_

_
_
_


