মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই বীরভূমের রামপুরহাট বিধানসভার বিনোদপুর মাঠে হতে চলেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) মেগা জনসভা। সভাকে ঘিরে ইতিমধ্যেই প্রস্তুত বীরভূম জেলা। অভ্যর্থনার শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে সোমবার সভাস্থলে যান বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ, জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন আশিস বন্দ্যোপাধ্যায়-সহ দলের একাধিক নেতা।

মাঠ পরিদর্শনের পরে কাজল শেখ বলেন, মঙ্গলবারের এই জনসভা আগামী বিধানসভা নির্বাচনে বীরভূমের ১১টি আসনে জয়ের পথ আরও মসৃণ করবে। জেলা তৃণমূল কর্মীদের মধ্যে যে উন্মাদনা ও উৎসাহ তৈরি হয়েছে, তার প্রতিফলন এই সভাতেই দেখা যাবে বলে তাঁর দাবি। দলীয় সূত্রের মতে, জনসভায় কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে এবং বিনোদপুর মাঠ আগামীকাল জনসমুদ্রে পরিণত হবে। কাজল শেখ আরও করেন, বীরভূমের সবক’টি বিধানসভা আসনেই জোড়া ফুল ফুটবে। তাঁর কথায়, তৃণমূল কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল, যারা সারা বছর মানুষের সুখে-দুঃখে শতভাগ পাশে থাকে। এ দিকে জনসভাকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। বীরভূম জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিনোদপুর মাঠ-সহ আশপাশের গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তাবেষ্টনীতে। সভার দিন যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী ও নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর।

আরও পড়ুন- বাংলা সহ পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের রূপরেখা নিয়ে আলোচনা! দিল্লিতে রাজ্য–কমিশন বৈঠক
_

_

_

_

_

_

_
_


