Friday, January 9, 2026

ফিরে যেতে দেব না, কর্মসংস্থান নিয়ে কথা বলব মুখ্যমন্ত্রীর সঙ্গে: পরিযায়ী শ্রমিকদের আশ্বাস অভিষেকের, চালু হেল্প লাইন

Date:

Share post:

“কয়েকটা মাস একটু সহ্য করতে হবে। কাউকে ফেরত যেতে দেব না“ বৃহস্পতিবার, মালদহে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সভা করে এই বার্তা দিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি আশ্বাস দেন কর্মসংস্থান নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। কয়েকটা মাস একটু ধৈর্য ধরের থাকার কথা বলে অভিষেক। একসঙ্গে ডায়মন্ড হারবারের হেল্প লাইন নম্বর এবার মালদহের (Maldah) জন্যেও চালু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। 

‘রণসংকল্প’ যাত্রায় এখন রাজ্যের উত্তর থেকে দক্ষিণে সভা করেছেন অভিষেক। এখন রয়েছেন মালদহে। এদিন জেলার পরিযায়ী শ্রমিকদের (Migrant Labour) নিয়ে সভা করেন অভিষেক। বিজেপি ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলায় কথা বলে হেনস্থার শিকার হন বাংলার শ্রমিকরা। এদিন এই বিষয় নিয়ে গর্জে উঠলেন অভিষেক। বলেন, “মালদাও আমার বৃহত্তর পরিবার। কোনও পরিযায়ী শ্রমিককে বাংলাদেশি বলে দাগিয়ে দিলে আইনি সাহায্য করা হবে।“ 

এর পরেই অভিষেকের (Abhishek Banerjee) আশ্বাস, “কয়েকটা মাস একটু সহ্য করতে হবে। কাউকে ফেরত যেতে দেব না“। তাঁদের কর্মসংস্থানের বিষয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তাঁর কথায়, “পরিযায়ী শ্রমিকদের আর ফেরত যেতে দেব না। আমাকে তিন মাস সময় দিন। কেন্দ্রের সরকার বদলাবে। আজ না হোক কাল। যারা বাংলাদেশী বলে আপনাদের জেলে ঢুকিয়েছে তাদের দিয়ে ক্ষমা চাওয়াব আজ নয়তো কাল।“

পরিযায়ী শ্রমিকদের হেনস্থা ইস্যুতে সরাসরি কংগ্রেসর দিকে অভিযোগের আঙুল তোলেন অভিষেক। তিনি সাফ বলেন, “কর্নাটক, তেলেঙ্গানাতে কংগ্রেস সরকার। মালদা দক্ষিণের সাংসদ কংগ্রেসের। এদের থেকে কি আশা করেন? ইশা খান কি পারে না সেখানে ফোন করে বলতে তার জেলার মানুষকে হেনস্থা করছে। যারা এখানের মানুষদের বোকা ভাবে তারা ভুল করছে। অনেকে কাউকে কাউকে দাঁড় করিয়ে করিয়ে মন্দির মসজিদের রাজনীতি করছে। মানুষ কিন্তু বোকা নয়। সব বুঝছে। এবার এমন বন্দি করব হাতের শেকল খুলতে পারবে না। চাবিটাই খুঁজে পাবে না।“
আরও খবর: দলের তথ্যপ্রযুক্তি নথি হাতাতে ইডি হানা: বিকাল থেকেই ব্লকে ব্লকে প্রতিবাদে তৃণমূল

নিজের লোকসভা কেন্দ্রের জন্য এক ডাকে অভিষেক কর্মসূচি চালু করেছেন অভিষেক। সেই ফোন নম্বরে অবশ্য সারা বাংলা থেকেই ফোন করা হয়। এবার মালদহের জন্যে সেই হেল্প লাইন (Help Line) নম্বর খুলে দিলেন তৃণমূলের সেনাপতি। ৭৮৮৭৭৭৮৮৭৭ নম্বরে ফোন করে সমস্যার কথা জানাতে পারবেন মালদহের মানুষ।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...