‘আবার জিতবে বাংলা’ কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার মালদহে পরিযায়ী শ্রমিকদের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। এরপর শুক্রবার রানাঘাটে সভা করবেন তিনি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতেও পুজো দিতে যাওয়ার কথাও রয়েছে তাঁর। ইতিমধ্যেই হরিচাঁদ, গুরুচাঁদ ঠাকুরের মন্দির থেকে বড়মার মন্দির ফুলের সাজে মুড়ে দিয়েছেন মতুয়া ভক্তরা। SIR আবহে যখন নিজেদের ভোটাধিকার নিয়ে ধোঁয়াশায় রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষেরা তখন তাদের কাছে অভিষেক কী বার্তা পৌঁছে দেন সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের।


এদিন দুপুরে রানাঘাটের নেতাজি পার্কে রণ সংকল্প সভা করবেন অভিষেক। দুপুরে তাহেরপুরে তার চা চক্রের কর্মসূচি রয়েছে। সেখান থেকে সোজা চলে যাবেন গাইঘাটার ঠাকুরনগরে। তৃণমূল রাজ্যসভার সংসদ মমতা বালা ঠাকুর (Mamatabala Thakur) ও তাঁর মেয়ে বাগদার বিধায়ক মধুপর্ণা ঠাকুর স্বাগত জানাবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো শেষ করে অভিষেক আসবেন বড়মার মন্দিরে। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কার্যালয়ে পাগল, গোঁসাই এবং দলপতিদের সঙ্গে অভিষেকের বৈঠক করার সম্ভাবনাও রয়েছে।

–
–

–

–

–

–

–

–


