Monday, January 12, 2026

পাকিস্তান থেকে ভুয়ো তথ্য! ইরানে সব ভারতীয় নিরাপদ, সাংবাদিক বৈঠকে দাবি ভারতের

Date:

Share post:

ইরানে ভারতীয়দের গ্রেফতারি নিয়ে ভুয়ো তথ্য পেশ ঘিরে ফের একবার পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস করল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)। একদিকে ইরানের ভারতীয় দূতাবাসের (Indian embassy) তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়, পাকিস্তানের (Pakistan) তরফ থেকে প্রচার করার তথ্য ভুয়ো। সেই সঙ্গে সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেওয়া হল, ইরানের (Iran) সব ভারতীয় পড়ুয়াদের সঙ্গে যোগাযোগ রাখছে ভারতীয় দূতাবাস।

ইরানের পুলিশের হাতে আফগানিস্তান ও ভারতের নাগরিকরা গ্রেফতার হয়েছে, ভুয়ো ভিডিও (fake video) দেখিয়ে এমন খবর ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। আফগানিস্তানের ১০ নাগরিকের সঙ্গে ৬ ভারতীয় নাগরিকের গ্রেফতারির দাবি করা হয় সেই পোস্টে। পরে ইরানের ভারতীয় দূতাবাসের তরফে স্পষ্ট করে দেওয়া হয়, এই ধরনের খবর যা এক্স হ্যান্ডেল-এ ছড়িয়েছে তা মিথ্যে।

এরপরই ভারতীয় বিদেশমন্ত্রকের একটি সূত্রে জানানো হয়, যে এক্স হ্যান্ডেল থেকে এই তথ্য ছড়ানো হয়েছিল তা পাকিস্তানের। তার পরিচয় প্রকাশ করে জানানো হয় সেটি পাকিস্তান থেকে পরিচালিত একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল (social media handle)। অর্থাৎ পাকিস্তানের তরফ থেকেই ভারত ও ইরানের সম্পর্ক খারাপ করতে এই ধরনের তথ্য ছড়ানো হয়েছে।

সোমবার ভারতীয় বিদেশমন্ত্রকের সেক্রেটারি বিক্রম মিশ্রি সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেন, ইরানে যা ঘটছে তাতে নজর রাখছে ভারত। সেখানে একটা বড় অংশের ভারতীয় নাগরিক রয়েছে এবং ভারতীয় পড়ুয়া রয়েছে। সেখানে নানা ধরনের বিধি নিষেধ জারি থাকলেও ভারতীয় দূতাবাসের কাজ জারি রয়েছে। এবং তাঁরা ভারতীয় পড়ুয়াদের (Indian students) সঙ্গেও যোগাযোগ রেখেছে।

আরও পড়ুন : ইরানে ইন্টারনেট থেকে ল্যান্ডলাইন বন্ধ করেও আন্দোলন থামেনি: ইঙ্গিত, ফিরছেন পাহলভি

সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে দেওয়া হয়, ইরানে (Iran) ভারতীয় পড়ুয়াদের (Indian students) সঙ্গে যোগাযোগ করে জানা গিয়েছে তাঁরা সকলেই নিরাপদে আছে। তাঁরা কোন ধরনের বিপদের সম্মুখীন হয়নি। এর পরই আরও স্পষ্ট হয়ে যায় পাকিস্তানের ভারত বিরোধী প্রচার।

spot_img

Related articles

ইডি তল্লাশি নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগ, লাউডন স্ট্রিটে তদন্ত শুরু পুলিশের

আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডির তল্লাশি নিয়ে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ (Kolkata Police)। রবিবার...

ব্যক্তির থেকে বড় দল! সরকারি উন্নয়ন প্রকল্পের কথা প্রচার করুন: ডিজিটাল কনক্লেভের মঞ্চ থেকে বার্তা অভিষেকের

ব্যক্তির থেকে বড় দল, ছোটখাটো-মাঝারি নেতা তাঁদের নামে জয়ধ্বনি না দিয়ে দলটাকে ভালবেসে দলের নামে জয়ধ্বনি দেবেন। সোমবার...

নিপা ভাইরাস আতঙ্ক, মোকাবিলায় প্রস্তুত নবান্ন

রাজ্যে ফের নিপা ভাইরাসের আতঙ্ক। বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত দু’জন নার্সের শরীরে নিপা ভাইরাসের (Nipah Virus) উপস্থিতি...

সেনাবাহিনীর ধাঁচে তিন বাহিনী নিয়ে ভোটযুদ্ধে নামবে তৃণমূল: লড়াইয়ের রূপরেখা জানালেন সেনাপতি অভিষেক

দামামা প্রায় বেজে গিয়েছে। ভোট যুদ্ধের প্রতিশ্রুতি শাসক-বিরোধী সব শিবিরে। এই পরিস্থিতিতে লড়াইয়ে রূপরেখা জানালেন তৃণমূলের ‘সেনাপতি’ অভিষেক...