ফের আসানসোলের কুলটিতে অবৈধ কয়লাখনিতে ধস (Coal Mine Collapse)! যার জেরে মৃত্যু হয়েছে ২ শ্রমিকের। আশঙ্কা করা হচ্ছে ধসের নীচে এখনও একাধিক শ্রমিক আটকে আছে। চলছে উদ্ধারকাজ। আর্থ মুভার দিয়ে ধস সরানোর চেষ্টা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। কুলটির খোলামুখ থেকে অবৈধভাবে কয়লা কাটতে নেমেছিলেন বেশ কয়েকজন শ্রমিক। সেই সময় আচমকা বেশ বড় মাটির চ্যাঁই ধসে পড়ে শ্রমিকদের উপর। খবর পেয়ে তৎক্ষণাত্ কুলটি থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়। জেসিবি মেশিন দিয়ে উদ্ধারকাজ শুরু হয়েছে। সকাল থেকে উদ্ধার অভিযান জোরকদমে চলছে। এখনও পর্যন্ত দু’জনের দেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে এখনও বেশ কয়েকজন এই ধসের নীচে আটকে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও পড়ুন: ফের বাংলাদেশে পিটিয়ে খুন সংখ্যালঘু যুবক

–
–

–

–

–

–

–

–


