Wednesday, January 14, 2026

বিধানসভা ভোটের আগেই রাজ্যসভা নির্বাচন, প্রস্তুতি শুরু কমিশনের

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার নির্বাচন করানোর প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, আগামী ২ এপ্রিল ২০২৬ রাজ্যের পাঁচ জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সুব্রত বক্সী (Subrata Baksi), ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Bandyopadhyay), মৌসম নূর (Mousam Noor), সাকেত গোখলে (Saket Gokhle) এবং সিপিআইএমের বিকাশ রঞ্জন ভট্টাচার্য (Bikas Ranjan Bhattacharya)।

সংবিধান অনুযায়ী, কোনও রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হওয়ার আগেই সংশ্লিষ্ট রাজ্যে নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনেই এই পাঁচটি আসনে নির্বাচন করাতে হবে পশ্চিমবঙ্গে। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, যদি ২ এপ্রিলের আগেই ভোটপ্রক্রিয়া শেষ করতে হয়, তবে সাংসদের মেয়াদ শেষের অন্তত ১৫ দিন আগে নির্বাচন সম্পন্ন করা আবশ্যক। সেই হিসেবে মার্চের মাঝামাঝির মধ্যেই রাজ্যসভার নির্বাচন শেষ করতে হবে।

এই সময়সূচি অনুযায়ী, ফেব্রুয়ারির শেষ সপ্তাহের মধ্যেই নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করতে হতে পারে। ফলে ভোটার তালিকা সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার চাপের মধ্যেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের উপর বাড়তি দায়িত্ব এসে পড়ছে বলে মনে করা হচ্ছে।

শুধু পশ্চিমবঙ্গেই নয়, একই সময়ে দেশের একাধিক রাজ্যেও রাজ্যসভার নির্বাচন হওয়ার কথা রয়েছে। কমিশন সূত্রে দাবি, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অসম, বিহার, ছত্তীসগঢ়, হরিয়ানা এবং হিমাচল প্রদেশেও রাজ্যসভার ভোট হবে। তবে প্রতিটি রাজ্যের ক্ষেত্রে পৃথক তারিখে নির্বাচন সম্পন্ন করার নির্দেশ ইতিমধ্যেই সংশ্লিষ্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছে পাঠানো হয়েছে। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যসভার ভোট বিশেষ রাজনৈতিক তাৎপর্য বহন করে। কারণ বিধায়কদের সংখ্যার ভিত্তিতেই রাজ্যসভার আসনে জয়ের সমীকরণ নির্ধারিত হয়। সেই কারণে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী বিজেপি—দু’পক্ষই প্রার্থী নির্বাচনে কৌশলগত সিদ্ধান্ত নিতে পারে।

আরও পড়ুন – পৌষের শেষে নতুন শুরু! বিহারে লালু গেলেন বড় ছেলে তেজ প্রতাপের বাড়ি

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

২-২৩ মার্চ উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা! কড়া গাইডলাইন সংসদের

উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষার দিনক্ষণ ঘোষণা। উচ্চ মাধ্যমিকের প্রোজেক্ট এবং প্র্যাকটিক্যাল পরীক্ষাগুলি নেওয়া হবে ২ মার্চ থেকে ২৩...

যে কোনও উপায়ে দেশে ফিরে যান: ইরানে ভারতীয়দের জন্য নির্দেশ জারি

ক্রমশ পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে ইরানে। একদিকে খামেনেই প্রশাসনের দমননীতিতে প্রাণ হারাচ্ছেন দেশের বিদ্রোহীরা। অন্যদিকে বিদ্রোহীদের দমনের বিরুদ্ধে...

রাজকোটে শতরান করে নয়া নজির, সেলিব্রেশন বদলে ফেললেন রাহুল

বিরাট রোহিতদের ব্যর্থতার দিনে উজ্জ্বল কেএল রাহুল(KL Rahul )। ফের একবার ভারতীয় ব্যাটিংয়কে ভরসা দিলেন কঠিন সময়ে। শতরান...

প্রকল্প দ্রুত সম্পাদনে সক্রিয় ও কার্যকর নজরদারি

অলকেশ কুমার শর্মা ভারতীয় অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হল পরিকাঠামো ক্ষেত্র। উন্নতমানের পরিকাঠামো কেবল উন্নত পরিষেবার স্থায়ী চাহিদাই সৃষ্টি...