Wednesday, January 21, 2026

কাটছে অচলাবস্থা! স্থায়ী উপাচার্য পেল রাজ্যের আরও আট বিশ্ববিদ্যালয় 

Date:

Share post:

দীর্ঘদিনের উপাচার্য নিয়োগ–জট অবশেষে কাটতে চলেছে। রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে আটকে থাকায় প্রশাসনিক ও শিক্ষাগত কাজকর্মে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই পরিস্থিতিতে স্বস্তির ইঙ্গিত মিলল। এর মধ্যে আটটি বিশ্ববিদ্যালয়ের জন্য স্থায়ী উপাচার্যের নাম চূড়ান্ত হয়েছে। তবে এখনও তিনটি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি।

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নির্বাচিত আটটি বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া কার্যকর করতে হবে। চূড়ান্ত তালিকা অনুযায়ী, সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পাচ্ছেন অয়ন ভট্টাচার্য। কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন সঞ্চারী রায় মুখোপাধ্যায়। হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ করা হয়েছে নিমাইচন্দ্র সাহাকে। রানিগঞ্জ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব পাচ্ছেন অর্ণব সেন। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন মিতা বন্দ্যোপাধ্যায়। বাবাসাহেব অম্বেডকর এডুকেশন ইউনিভার্সিটিতে উপাচার্য হিসেবে নিযুক্ত হলেন অরুণাশিস গোস্বামী। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন দেবব্রত বসু এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির দায়িত্ব পাচ্ছেন দেবব্রত মিত্র।

তবে এখনও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় এবং মৌলানা আবুল কালাম আজাদ টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ প্রক্রিয়া ঝুলে রয়েছে। এই তিনটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন কমিটি আগের প্যানেল থেকে কোনও নাম বেছে নিতে পারবে না বলে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করে ইন্টারভিউ নিতে হবে। চার সপ্তাহের মধ্যে নিয়োগ সংক্রান্ত রিপোর্ট জমা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

প্রশাসনিক মহলের মতে, আটটি বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য নিয়োগ হলে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটবে এবং শিক্ষাগত ও প্রশাসনিক কাজকর্মে গতি ফিরবে। বাকি তিনটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও দ্রুত প্রক্রিয়া সম্পন্ন হলে রাজ্যের উচ্চশিক্ষা ব্যবস্থায় স্থিতিশীলতা আসবে বলেই আশা।

আরও পড়ুন – জমি ও সম্পত্তির নথি সংরক্ষণে নয়া উদ্যোগ, জেলায় জেলায় তথ্যভাণ্ডার কেন্দ্র গড়ছে রাজ্য 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বাংলা ভাষার ‘ধ্রুপদী ভাষা’ সম্মানে মিথ্যাচার মোদির! পর্দাফাঁস তৃণমূলের

সরকারি অনুদান, সরকারি প্রকল্প চুরি, বাংলার সংস্কৃতি অনুরাগী প্রমাণ – কোনও প্রচেষ্টাই ভোটের বাজারে বাকি রাখেন না প্রধানমন্ত্রী...

হিরণের দ্বিতীয় বিয়ে: বাবার নাম মুছে মা-কেই ‘আসল হিরো’র তকমা দিলেন কন্যা নিয়াসা

গত সপ্তাহের মঙ্গলবার দুপুর থেকে টলিউড অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়ের (Hiran Chattopadhyay) দ্বিতীয় বিয়ের ছবি ঘিরে...

একাদশ-দ্বাদশ নিয়োগের ১৮,৯০০ জনের তালিকা: পূর্ণাঙ্গ তালিকাসহ তিন তালিকা এসএসসির

নির্ধারিত সময় মেনে এসএসসি-র একাদশ-দ্বাদশের তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন। তালিকায় জায়গা পেয়েছে ১৮,৯০০ জন। এর মধ্যে...

শাহেনশার টয়লেটে ‘সোনার কমোড’?

বলিউডের শাহেনশা বলে কথা! রাজকীয় জীবনযাপন করবেন অমিতাভ বচ্চন সেটা আর নতুন কথা কী। তাঁর ‘জলসা’র অন্দরমহল কেমন...