প্রধানমন্ত্রীর (PM Narendra Modi) সফরের রেশ কাটতে না কাটতেই এবার সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির কুৎসার জবাব দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার সিঙ্গুরের বারুইপাড়া পলতাগড় গ্রাম পঞ্চায়েতের ইন্দ্রখালি এলাকায় প্রশাসনিক জনসভা করবেন তিনি। ঘটনাচক্রে, প্রধানমন্ত্রী মোদির সভাস্থল থেকে এই জায়গার দূরত্ব মেরেকেটে পাঁচ কিলোমিটার। মঙ্গলবার সভাস্থল পরিদর্শনে গিয়ে সিঙ্গুরের বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna) স্পষ্ট করে দিয়েছেন, প্রধানমন্ত্রীর ‘অপপ্রচারের’ কড়া জবাব দেবে এই সভা।

সিঙ্গুরের এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রাজ্যজুড়ে লক্ষ লক্ষ মানুষের হাতে সরকারি আবাসন প্রকল্প ‘আমার বাড়ি’-র অনুমোদনপত্র তুলে দেবেন। নবান্ন সূত্রে খবর, এই কর্মসূচিকে ঘিরে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে উপভোক্তাদের নিয়ে ছোট ছোট জমায়েতের পরিকল্পনা করা হয়েছে। সিঙ্গুর থেকেই শুরু হবে এই বিলি প্রক্রিয়া। সভা শেষ করেই একগুচ্ছ কর্মসূচি নিয়ে দিল্লির উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী।

এদিন প্রস্তুতি খতিয়ে দেখতে গিয়ে বেচারাম মান্না আক্রমণ শানিয়েছেন বিজেপির দিকে। তাঁর দাবি, প্রধানমন্ত্রীর সভায় লোক হয়নি। আমরা লক্ষ্যমাত্রা রেখেছি দু’লক্ষ মানুষের সমাগম। সিঙ্গুরের পবিত্র মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী বাংলাকে অপমান করেছেন। তিনি সিঙ্গুর বা হুগলিকে কিছুই দিতে পারেননি। মুখ্যমন্ত্রী তাঁর উন্নয়নের ডালি দিয়েই সেই অপমানের জবাব দেবেন। সিঙ্গুরের জমি ফেরৎ ও চাষের পরিস্থিতি নিয়েও এদিন মুখ খোলেন মন্ত্রী। তিনি জানান, অধিগৃহীত ৯৯৭ একর জমির মধ্যে প্রায় ৮০০ একরে বর্তমানে পুরোদমে চাষ হচ্ছে। আরও ১০০ একর জমিকে চাষযোগ্য করার কাজ চলছে দ্রুতগতিতে। বাকি জমিটুকু মূলত রাস্তার ধারের হোটেল বা পেট্রোল পাম্প মালিকদের কেনা, যাঁরা পেশায় চাষি নন। তবুও তাঁদের চাষের সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। মঙ্গলবারের এই প্রস্তুতি ঘিরেই এখন সরগরম সিঙ্গুর।

আরও পড়ুন- ভোটার তালিকা সংশোধনের নামে হয়রানির অভিযোগ! এবার শীর্ষ আদালতের দ্বারস্থ কবি জয় গোস্বামী

_

_
_

_
_

_
_



