বিধানসভা ভোটের আগে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি সরেজমিনে খতিয়ে দেখতে কলকাতা-সহ রাজ্যের সব জেলায় শীর্ষ প্রশাসনিক আধিকারিকদের দায়িত্ব দিল নবান্ন। মঙ্গলবার এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। কোন জেলায় কোন আধিকারিক তদারকির দায়িত্বে থাকবেন, তা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে ওই নির্দেশিকায়।

নবান্নের নির্দেশিকায় জানানো হয়েছে, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’, ‘পথশ্রী’-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের কাজ মাঠে নেমে পরিদর্শন করে অগ্রগতি খতিয়ে দেখতে হবে। সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়মিতভাবে জেলা সফরে যেতে হবে এবং জেলার জেলাশাসকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ রেখে কাজের অগ্রগতি নিশ্চিত করতে হবে।

নবান্ন সূত্রে জানা গিয়েছে, কলকাতা দক্ষিণের দায়িত্বে থাকছেন আইএএস রাজেশ কুমার সিংহ। দক্ষিণ ২৪ পরগনায় দায়িত্ব পেয়েছেন আইএএস ওঙ্কার সিংহ মীনা। পশ্চিম বর্ধমানে আইএএস বন্দনা ভাদব, মুর্শিদাবাদে আইএএস পারভেজ আহমেদ সিদ্দিকি এবং মালদহে আইএএস চোটেন ডি লামা তদারকির দায়িত্বে থাকবেন। কলকাতা উত্তরে দায়িত্ব দেওয়া হয়েছে আইএএস শান্তনু বসুকে। নদিয়ায় আইএএস পি বি সালিম এবং দার্জিলিং (শিলিগুড়ি বাদে) ও কালিম্পঙে আইএএস সৌমিত্র মোহন দায়িত্ব পালন করবেন।

এছাড়া বাঁকুড়ায় আইএএস পি মোহনগান্ধী, পুরুলিয়ায় আইএএস সঞ্জয় বনসাল, পূর্ব বর্ধমানে আইএএস শুভাঞ্জন দাস, হুগলিতে আইএএস অন্তরা আচার্য এবং হাওড়ায় আইএএস শরদ কুমার দ্বিবেদীকে দায়িত্ব দেওয়া হয়েছে। উত্তর ২৪ পরগনায় আইএএস পি উলগানাথন, ঝাড়গ্রামে আইএএস কৌশিক ভট্টাচার্য, পশ্চিম মেদিনীপুরে আইএএস পবন কাদিয়ান এবং শিলিগুড়ি মহকুমায় রাজর্ষি মিত্র তদারকির দায়িত্বে থাকবেন।

দক্ষিণ দিনাজপুরে আইএএস চৈতালি চক্রবর্তী, পূর্ব মেদিনীপুরে আইএএস রজত নন্দ, কোচবিহারে ডব্লিউবিসিএস (এগ্জিকিউটিভ) বিধানচন্দ্র রায়, বীরভূমে ডব্লিউবিসিএস (এগ্জিকিউটিভ) পূর্ণেন্দু কুমার মাঝি, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ডব্লিউবিসিএস (এগ্জিকিউটিভ) সুনীল আগরওয়াল এবং উত্তর দিনাজপুরে ডব্লিউবিসিএস (এগ্জিকিউটিভ) তানভীর আফজাল দায়িত্বে থাকবেন।

রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পগুলির কাজ সম্পূর্ণ করা এবং তার বাস্তব অগ্রগতি নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। প্রশাসনিক স্তরে নজরদারি জোরদার করে ভোটের আগে উন্নয়নমূলক কাজের গতি বাড়ানোই নবান্নের এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন – বনগাঁয় অনুষ্ঠান-মঞ্চে মিমিকে হেনস্থা! অভিযোগে গ্রেফতার উদ্যোক্তা তনয় শাস্ত্রী

_

_

_
_


