Friday, January 30, 2026

কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়: আনন্দপুরের দুর্ঘটনাস্থলে পরিদর্শনের পরে মন্তব্য রাজ্যপালের

Date:

Share post:

ঘটনার পরে কেটে গিয়েছে ৫দিন। এত পরে ঘটনাস্থলে রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Anand Bose)। শুক্রবার আনন্দপুরের (Anandapur) পুড়ে যাওয়া কারখানা, গোডাউন পরিদর্শন করেন রাজ্যপাল। মহাত্মা গান্ধীর মৃত্যুদিনে বারাকপুরের গান্ধীঘাটে শ্রদ্ধা জানিয়ে সেখান থেকে তিনি যান নাজিয়াবাদে। ঘটনাস্থল পরিদর্শন করে আনন্দ বোসের মত, কোনও দুর্ঘটনাই আকস্মিক নয়। প্রতিটি ঘটনার পিছনেই কোনও না কোনও কারণ থাকে।

রাজ্যে কোনও ঘটনা বা দুর্ঘটনা ঘটলেই দ্রুত ব্যবস্থা নেয় রাজ্য প্রশাসন। কিন্তু তা সত্ত্বেও সেখানে গিয়ে মন্তব্য করেন সি ভি আনন্দ বোস। সোমবার ভোররাতে আনন্দপুর এলাকায় একটি মোমো কারখানা ও গোডাউনে (Godown) বিধ্বংসী আগুন লাগে। শুক্রবার সকাল পর্যন্ত ২৫ টি দেহাংশ উদ্ধার হয়েছে বলে সূত্রের খবর। তদন্তে নেমে পুলিশ (Police) প্রথমে ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে গ্রেফতার করে পুলিশ। এবার মোমো সংস্থার দুই আধিকারিককেও গ্রেফতার করা হয়েছে।

মহাত্মা গান্ধীর মৃত্যুদিন উপলক্ষ্যে এদিন সকালে বারাকপুরে গান্ধীঘাটে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যপাল। সেখান থেকে যান আনন্দপুরে। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, আনন্দপুরের ঘটনা মর্মান্তিক, দুঃখজনক। প্রশাসন ঘটনার তদন্ত করলে সঠিক কারণ বেরিয়ে আসবে।

এর পরেই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আনন্দ বোস (C V Anand Bose) বলেন, প্রশাসনকে আরও বেশি সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। এই ধরনের মর্মান্তিক ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, তার জন্য আগাম ব্যবস্থা নেওয়াই সবচেয়ে জরুরি। মন্তব্য করেন রাজ্যপাল। তবে, প্রশাসনের দিকে এবার আর নিশানা করেননি আনন্দ বোস। উল্টে বলেন, শুধু ঘটনার পর দায় ঠেলে দেওয়া বা একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে কোনও লাভ হয় না বরং এই পরিস্থিতিতে প্রশাসনের উচিত বাস্তবসম্মত ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।

spot_img

Related articles

জবাবদিহি নাপসন্দ! গোপনীয়তার দোহাই দিয়ে কোপ RTI আইনে

RTI আইনের মূল উদ্দেশ্য ছিল স্বচ্ছতা, দায়বদ্ধতা ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করা। কিন্তু মোদি সরকারের জবাবদিহি নাপসন্দ। মেহুল...

টি২০ বিশ্বকাপে সেরা চার দল কারা? জেনে নিন দাদার পছন্দ

টি২০ বিশ্বকাপ শুরু হতে বাকি মাত্র ৮ দিন। বিশ্বকাপ নিয়ে নানা মুণির নানা মত। আসন্ন মেগা ইভেন্টে নিজের...

ফের অতিরিক্ত কাজের চাপে BLO-র আত্মহত্যার অভিযোগ শিলিগুড়িতে

রাজ্যে চলমান এসআইআর (SIR) প্রক্রিয়ার মধ্যেই ফের এক বিএলও-র (BLO) মৃত্যু ঘিরে চাঞ্চল্য। উত্তরবঙ্গের শিলিগুড়িতে (SILIGURI) ভোটার তালিকা...

প্রাক্তন IPS-কে SIR হেনস্থা! তৃণমূলের বিধায়ক হুমায়ুনকে শুনানিতে ডাক

রাজ্যে এসআইআর নিয়ে সাধারণ মানুষের হয়রানি আর ভোগান্তির শেষ নেই! এসআইআর শুনানিতে ডাক পেয়েছেন নোবেলজয়ী অমর্ত্য সেন থেকে...