Friday, January 30, 2026

জ্যোতি বসুর রেকর্ড ভাঙবেন মমতাই! ফুলিয়ার জনসভা থেকে চ্যালেঞ্জ কুণালের

Date:

Share post:

মুখ্যমন্ত্রী হিসেবে জ্যোতি বসুর দীর্ঘ মেয়াদের রেকর্ড শুধু ভাঙবেনই না, মমতা বন্দ্যোপাধ্যায় এমন এক নজির গড়বেন যা দেশের আর কেউ স্পর্শ করতে পারবেন না। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ার এক জনসভায় দাঁড়িয়ে এই দাবিই করলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর মতে, মমতার একের পর এক জনমুখী প্রকল্পের কারণেই বাংলার মানুষ দু’হাত তুলে তৃণমূলকে আশীর্বাদ করবেন এবং গতবারের চেয়েও বেশি আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরবে শাসকদল।

এ দিন রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূলের উদ্যোগে আয়োজিত এই সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। দিন কয়েক আগেই এই এলাকায় সভা করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। এ দিন কার্যত তার পাল্টা চ্যালঞ্জে ফুলিয়ার রাজপথ ভরিয়ে দেয় তৃণমূল কর্মীরা। সেই মঞ্চ থেকেই কুণাল ঘোষ বিজেপিকে কটাক্ষ করে বলেন, যে দল আমাদের ত্যাজ্য বা বাতিল নেতাদের ওপর ভরসা করে চলে, সেখানে পুরনো বিজেপি কর্মীদের কোনও মর্যাদা নেই। নিজেদের সম্মান রক্ষার্থেই মানুষ আর বিজেপিকে ভোট দেবেন না। রাজ্যের উন্নয়নের ধারা বজায় রাখতে তৃণমূলের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ দিনের সভায় কুণাল ছাড়াও উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক জেলা সভাপতি শংকর সিং, জেলা নেত্রী রিক্তা গুহ, বিধায়ক ব্রজকিশোর গোস্বামী এবং শান্তিপুর পুরসভার ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক। সভায় এসআইআর-এ শ্রমিক মৃত্যু নিয়ে বিজেপির নীরবতাকেও তীব্র আক্রমণ করেন কুণাল। তাঁর অভিযোগ, মানুষের বিপদে বিজেপি নেতাদের কোনও সহানুভূতি থাকে না, তাঁরা কেবল রাজনীতি করতেই ব্যস্ত। দলীয় সভার পাশাপাশি এদিন শান্তিপুর স্টেডিয়ামে এবি কাপের উদ্বোধনও করেন কুণাল ঘোষ। রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটের আগে নদিয়ায় সংগঠনকে চাঙ্গা করতেই এই হাই-ভোল্টেজ সভার আয়োজন করা হয়েছিল।

আরও পড়ুন- কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

_

_

_

_

_

_

_

spot_img

Related articles

হিরের দ্যুতিতে সাজবে শহর, শ্যাম সুন্দর কোং জুয়েলার্সে শুরু হল ‘গ্লিটারিয়া’ উৎসব

সাধারণ মধ্যবিত্তের নাগালের মধ্যে হিরের গয়নাকে পৌঁছে দিতে ফের হাজির হল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। ৩০ জানুয়ারি থেকে...

কৃত্তিবাসী রামায়ণ এখনও কেন ফ্রান্সে? ফেরাতে উদ্যোগী কুণাল

কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক...

পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

পাইপলাইনে বড়সড় মেরামতি ও ভালভ পরিবর্তনের কাজের জন্য আগামী শনিবার দক্ষিণ কলকাতার এক বিস্তীর্ণ অংশে পরিশ্রুত পানীয় জল...

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...