জম্মু- কাশ্মীরে (Jammu and Kashmir) ফের হামলার ছক জঙ্গিদের! ভূস্বর্গে জইশ জঙ্গিদের আত্মগোপনের খবর মিলতেই বৃহস্পতিবার রাত থেকে চিরুনিতল্লাশি শুরু করেছে সেনা ও নিরাপত্তারক্ষীর যৌথ বাহিনী (Operation underway by the security forces )। জঙ্গিরা যাতে নিজেদের মধ্যে যোগাযোগ করতে না পারে, সেই কারণে রাত থেকেই ইন্টারনেট বন্ধ (Internet service suspension) রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পযর্ন্ত বারামুলার সিংহপোরা, কিশতওয়ারের (Kishtwar Area) ছত্রু এবং চিঙ্গম এলাকায় ইন্টারনেট পরিষেবা অচল থাকবে।

গোপন সূত্রে জঙ্গি অনুপ্রবেশের খবর পেতেই অভিযানে নামে ভারতীয় সেনা (Indian Army) এবং নিরাপত্তারক্ষীদের যৌথ বাহিনী। গোয়েন্দাদের অনুমান, ছত্রু এলাকায় কয়েকজন জঙ্গি লুকিয়ে আছে। বিশেষত ছত্রুর নইদগাম, আরিগাম দ্বাথর এলাকায় গ্রামে ঘরে ঘরে ঢুকে তল্লাশি চলছে। তবে এখনও পর্যন্ত কাউকে ধরা যায়নি। নিরাপত্তাজনিত কারণে ২জি, ৩জি, ৪জি বা ৫জি ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হলেও বিকল্প হিসেবে জঙ্গিরা স্যাটেলাইট ট্রান্সমিটার ব্যবহার করছে কিনা সেদিকেও নজর রাখছেন গোয়েন্দারা। গত সপ্তাহে কাশ্মীরের কাঠুয়াতে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয়েছিল এক পাকিস্তানি জঙ্গির। একসপ্তাহের মধ্যে ফের জঙ্গি অনুপ্রবেশের চিন্তা বাড়ছে সেনার। ইন্টারনেট বন্ধ থাকায় সমস্যায় সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ।

–

–

–

–

–

–

–

–


