কৃত্তিবাসী রামায়ণের আদি পাণ্ডুলিপি এ দেশে নেই, রয়েছে সুদূর ফ্রান্সের এক জাদুঘরে। বৃহস্পতিবার নদিয়ার ফুলিয়ায় গিয়ে এমনই এক তথ্যে চমকে উঠলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। আর এই তথ্যকে হাতিয়ার করেই এ দিন বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন তিনি। তাঁর অভিযোগ, রাম ও রামায়ণ নিয়ে রাজনীতি করা বিজেপি নেতারা কৃত্তিবাসের স্মৃতিবিজড়িত ভিটেয় আসার সময় পান না, এমনকি বিদেশের মাটি থেকে বাঙালির এই শ্রেষ্ঠ সম্পদ উদ্ধারের বিষয়েও তাঁদের কোনও উচ্চবাচ্য নেই।

বৃহস্পতিবার ফুলিয়ায় এক দলীয় সভায় যোগ দেওয়ার আগে কৃত্তিবাসের জন্মস্থান ও সংগ্রহশালা ঘুরে দেখেন কুণাল। সেখানেই তাঁর সঙ্গে দেখা হয় সংগ্রহশালার প্রাক্তন কর্মী কেশবলাল চক্রবর্তীর। ওই প্রবীণ ব্যক্তিই আক্ষেপ করে জানান, কৃত্তিবাসের আদি পাণ্ডুলিপিটি বহু বছর আগে এক ফরাসি পর্যটক ফুলিয়া থেকে চন্দননগর হয়ে ফ্রান্সে নিয়ে গিয়েছিলেন। বর্তমানে সেটি সে দেশেরই একটি জাদুঘরে রক্ষিত। ন্যাশনাল লাইব্রেরি কর্তৃপক্ষ অনেক কাঠখড় পুড়িয়ে তার কিছু আলোকচিত্র বা ফটোকপি আনতে সক্ষম হলেও, মূল পাণ্ডুলিপিটি ফেরানো আজও সম্ভব হয়নি।

এই ঘটনা শুনে বিস্ময় প্রকাশ করেন কুণাল। পরে প্রকাশ্য জনসভায় তিনি বলেন, কৃত্তিবাস ও রামায়ণ বাঙালির গভীর আবেগের জায়গা। অথচ কেন্দ্রীয় সরকার বা স্থানীয় সাংসদ কেউই এই ঐতিহাসিক পাণ্ডুলিপি দেশে ফেরানোর চেষ্টা করেননি। তাঁর কটাক্ষ, বিজেপি নেতারা ভোটের সময় মূর্তি গড়ার প্রতিশ্রুতি দেন, কিন্তু আসল ঐতিহ্য রক্ষায় তাঁদের কোনও হেলদোল নেই। বাংলার এই সম্মান পুনরুদ্ধারের জন্য রাজ্য থেকে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানানো হবে এবং প্রয়োজনে চিঠি লিখে পাণ্ডুলিপি ফেরানোর সবরকম উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি। কুণাল ঘোষের এই ঘোষণায় উপস্থিত মানুষের মধ্যেও ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

আরও পড়ুন- পাইপলাইনে জরুরি মেরামতি! শনিবার দক্ষিণ কলকাতার বড় অংশে বন্ধ থাকবে জল সরবরাহ

_

_
_

_
_

_
_



