জীবনানন্দ সেতুর কাজ সম্পূর্ণ না হওয়ায় তা খোলা হচ্ছে না। আরও 24 ঘণ্টা তা বন্ধ রাখা হচ্ছে। রবিবারই এই সেতু খুলে দেওয়ার কথা ছিল। ব্রিজের ভারবহন ক্ষমতা খতিয়ে দেখতে তা বন্ধ রেখে পরীক্ষা করা হয়। সেখানে কিছু ফাঁকফোকর থাকায় মেরামত শুরু হয়। কিন্তু রবিবার অবধি তা শেষ না হওয়ায় আজ, সোমবার পর্যন্ত তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সেই কারণে এই ব্রিজ দিয়ে যাতায়াতকারী গাড়িগুলিকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে, খান্না থেকে উল্টোডাঙাগামী অরবিন্দ সেতু রবিবার সন্ধ্যায় যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

আরও পড়ুন – দু’দিনের নক আউট ফুটবল টুর্ণামেন্ট ঘিরে ট্যাংরায় উদ্দীপনা
