এবার সম্প্রীতির নতুন নজির গড়ে তুলল হুগলির কোন্নগর 3 নম্বর ওয়ার্ডের চটকল এলাকায় । হিন্দু মুসলিমের যৌথ উদ্যোগে গড়ে উঠল একটা শিব মন্দির ।যেখানে এলাকার হিন্দু মুসলিম উভয়ই ধর্মের যুবকরা উপস্থিত ছিলেন ।পাশাপাশি এলাকার বাসিন্দা তথা বিধায়ক প্রবীর ঘোষাল কে সামনে রেখে শুরু হয় পুরোহিত মন্ত্রে পুজো হিন্দু যুবক দের পাশাপাশি মুসলিম ধর্মের যুবক রাও হাতে ফুল ও ধূপ নিয়ে মন্ত্র উচ্চারণ করে পুজো করলেন।
