চাঙ্গা অর্থনীতি চায় RBI, কেন্দ্রের কোষাগারে 1.76 লক্ষ কোটি ঋন অনুমোদন

আর্থিকভাবে পঙ্গু কেন্দ্রীয় অর্থনীতিকে চাঙ্গা করতে এবার রেকর্ড ঋণদানের ঘোষণা করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ঘাটতিতে চলা দেশের অর্থনীতির জন্য 1.76 লক্ষ কোটি টাকা ঋণ অনুমোদন করেছে আরবিআই। এই ঋণের মধ্যে যে 1.23 লক্ষ কোটি টাকা দেওয়া হবে, তার মধ্যে রয়েছে ডিভিডেন্ডও।

52640 কোটি টাকা আরবিআই তার অতিরিক্ত মূলধন থেকে দিচ্ছে কেন্দ্রকে। গত ফেব্রুয়ারিতেই 28 হাজার কোটি টাকা ডিভিডেন্ড পেমেন্ট হিসেবে আগেই কেন্দ্রের অ্যাকাউন্টে পাঠিয়ে দিয়েছে আরবিআই। কেন্দ্রীয় ব্যাঙ্কের বিবৃতিতে এমনটাই জানা গিয়েছে।

তবে অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, আরবিআই–এর এই ঋণ একরকম নামেই। কারণ, এটা কেন্দ্রীয় ব্যাঙ্কের ফেরৎ পাওয়ার আশা খুব একটা দেখছেন না তাঁরা। দেশের অর্থনৈতিক পরিকাঠামোর সমীক্ষা দেখার পরই আরবিআই–এর প্রাক্তন গভর্নর বিমল জালানের নেতৃত্বাধীন প্যানেলের সুপারিশে অতিরিক্ত মূলধন থেকে ঋণ দেওয়ার অনুমোদন করেছে আরবিআই।

আরও পড়ুন-জেটলির বাড়িতে নমো

 

Previous articleজেটলির বাড়িতে নমো
Next articleদিলীপের বিতর্কিত মন্তব্যে তোলপাড় রাজ্য রাজনীতি