হুগলী: মগড়া, চণ্ডীতলা ও পোলবা এই তিনটি থানা খুব শীঘ্রই চন্দননগর পুলিশ কমিশনারেটের মধ্যে হয়ে যাবে। আজ,মঙ্গলবার গুড়াপে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায় প্রশাসনিক বৈঠকে ঘোষণা করলেন। এছাড়াও তিনি বলেন, সিঙ্গুরে রানিরাসমনি কলেজ তৈরী করা হবে। এই ঘোষণা শুনে সিঙ্গুর-সহ ঐ এলাকার পঞ্চায়েতের বাসিন্দাদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়।
