Sunday, November 9, 2025

ফের দেবশ্রীর বোকামি, দিলীপের বাড়ির সামনে দীর্ঘ অপেক্ষা করে ফিরে গেলেন

Date:

Share post:

গোপনে অভিনেত্রী-বিধায়ক দেবশ্রী রায় বুধবার রাতে সল্টলেকে। উদ্দেশ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে মুখোমুখি বসে কথা বলা। কিন্তু অভিনেত্রীর অপরিনত সিদ্ধান্তের কারনে ভেস্তে গেল গোপন আলোচনা। দিল্লির মতো খালি হাতেই আবার ফিরতে হল দেবশ্রীকে।

কিন্তু কেন দিলীপের বাড়িতে দেবশ্রী? দেবশ্রীর ঘনিষ্ঠ মহল বলেছে, একবার বিজেপির দিল্লির কেন্দ্রীয় অফিসে যাওয়ার পরে আর পুরনো দলে ফেরার জায়গা থাকে না। তাছাড়া, যেভাবে শোভন-বৈশাখী তাঁর বিজেপি যোগে বাধ সেধেছে, এখন তাঁর কাছে চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বিজেপিতে যোগ দিয়ে পালটা জবাব দেওয়া। দিলীপবাবু এ ব্যাপারে যে খুশি তা নয়। তবে দিল্লির নেতাদের নির্দেশ পালন করতে তিনি বাধ্য হচ্ছেন।

বিজেপি সূত্রে খবর, আগেই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে ফোনে কথা বলে রাত দশটায় দেবশ্রী চলে আসেন ডিএল ২০৯, সল্টলেকের বাড়িতে। কালো কাচে ঢাকা গাড়িতে বসেই দিলীপবাবুর জন্য অপেক্ষা করতে থাকেন দেবশ্রী। গাড়িতে স্টার্ট দেওয়া ছিল। চলছিল এসি। দিলীপবাবু তখন নিউটাউনে একটি অনুষ্ঠানে ছিলেন। অন্যদিকে অভিনেত্রীর গাড়ি দেখে দিলীপবাবুর বাড়ির কাছে সাংবাদিকদের ভিড় জমতে থাকে। প্রায় চল্লিশ মিনিট অপেক্ষা করার পর অবস্থা বেগতিক দেখে গাড়ি নিয়ে দিলীপবাবুর বাড়ির সামনে না দাঁড়িয়ে দেবশ্রী কয়েকটি গলি পেরিয়ে সাংসদের অপেক্ষা করতে থাকেন। কিন্তু বাড়ির সামনের পরিস্থতি ফেরার আগেই আঁচ পেয়ে দিলীপবাবু দেবশ্রীকে বলে দেন, আজ নয়, অন্যদিন আবার বৈঠক করবেন। এভাবে হয় না। বৈঠক নিয়ে কোনও খবর হোক চান না। ফিরে যান। রাত এগারোটা কুড়ি নাগাদ বাড়ি ফিরে দিলীপবাবু অবশ্য আকাশ থেকে পড়ার ভঙ্গিতে বলেন, দেবশ্রী এসেছিলেন? দেখুন, আমি তো আপনাদের সঙ্গেই ছিলাম। আমি কিছু জানি না।

spot_img

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...