Monday, August 25, 2025

উত্তেজক ম্যাচ হলেও মরশুমের প্রথম ডার্বি গোলশূন্য

Date:

Share post:

রাজনৈতিক মহলের চর্চার বিষয় যখন শোভন-বৈশাখী, আবার এদিকে হঠাৎ করে উঠে আসা রানু মন্ডল যখন সকলের মুখে মুখে ফিরছিল, তখন ডার্বির আবেগে ভাসল গোটা শহর। সকলের সব আলোচনা-পর্যালোচনাকে দূরে রেখে গত দু’দিন ধরে খবরের শিরোনামে উঠে এসেছে মরশুমের প্রথম ডার্বি। কি নেই ডার্বির ইতিহাসে? কখনও ইস্টবেঙ্গলের জয়, তো কখনও মোহনবাগানের জয়, আবার কখনও সকলকে হতাশ করে ম্যাচ ড্র। এটাই চিরাচরিত চেহারা কলকাতার ডার্বির। তবে রবিবাসরীয় যুবভারতীতে 368তম ডার্বি যে ড্র হবে, তা বোধ হয় কেউই ভাবতে পারেনি।

আরও পড়ুন-EXCLUSIVE: সুব্রত ভট্টাচার্যের কথায় উঠে এল ডার্বি নিয়ে আবেগের অভাব

ম্যাচের শুরু থেকেই ভীষণভাবে সাবলীল ও ঝকঝকে মনে হয়েছিল ইস্টবেঙ্গলকে। আর হবে নাই বা কেন? শতবর্ষের আবেগে ভাসছে মশাল বাহিনী। তাই আলাদা উদ্দীপনা চোখে পড়ছিল লাল-হলুদ ফুটবলার থেকে সমর্থকদের মধ্যেও। কিন্তু সব উদ্দীপনা, উত্তেজনায় কেমন যেন জল ঢেলে দিল ডার্বির ফলাফল। 100 বছর অনেক আগেই পেরিয়ে গিয়েছে পড়শি ক্লাব মোহনবাগান। তাই শতবর্ষের কোনও উদ্দীপনা আলাদা করে আর নেই। শতাব্দীপ্রাচীন ক্লাব এগোচ্ছে দেড়শোর দিকে। তবে শতবর্ষের কোনও আবেগ ইস্টবেঙ্গলের মতন না থাকলেও অভিজ্ঞ মোহনবাগান নিজেদের জেতার জন্য যথেষ্ট রসদ আগে থেকেই ঘরে তুলেছিল।

বিদেশি কোচ, বিদেশি ফুটবলারে সুসজ্জিত ছিল সবুজ-মেরুন ব্রিগেডও। কিন্তু দুই দলের কোনও প্ল্যানিং যেন যুবভারতীর মাঠে ধোপে টিকল না। অবশেষে গোলশূন্য থেকেই মাঠ ছাড়তে হল ইস্ট-মোহনকে। ফলে হতাশ হয়েই গ্যালারি থেকে বেরিয়ে আসেন দুই দলের সমর্থকেরা।

আরও পড়ুন-মহামেডানের কোচের পদ খোয়ানো নিয়ে নিজের ক্ষোভ উগরে দিলেন সুব্রত

ম্যাচের শুরু থেকেই মুর্হুর্মুহু আক্রমণে যায় মোহনবাগান। কিন্তু, ফাইনাল থার্ডে ভুল পাসিং এবং স্ট্রাইকারদের ব্যর্থতার জেরে গোল পায়নি সবুজ মেরুন। দ্বিতীয়ার্ধে অবশ্য কিছুটা কামব্যাক করে ইস্টবেঙ্গল। কয়েকটি সুযোগও পায় লাল-হলুদ। দ্বিতীয়ার্ধের শেষের দিকে সহজ সুযোগ পেয়েও দেবজিতের দক্ষতার কাছে হার মানতে হয় পিন্টু প্রধানকে। শেষদিকে, আবার পালটা আক্রমণ শুরু করে মোহনবাগান। কিন্তু, ইস্টবেঙ্গলের রক্ষ্মণের দেওয়াল ভাঙা সম্ভব হয়নি।

এদিন সবাইকে খানিকটা অবাক করে দিয়েই কোলাডোকে বাইরে রেখে দল সাজিয়েছিলেন আলেজান্দ্রো। বদলে, দলে সুযোগ পান আনকোরা মার্কোস। অন্যদিকে মোহন কোচ ভিকুনা প্রথম একাদশে রাখেননি দলের একমাত্র বিদেশি স্ট্রাইকার চামারোকে। আসলে, তিনি চাইছিলেন দ্বিতীয়ার্ধে মরণ-কামড় দিতে। কিন্তু তাতে খুব একটা লাভ হল না। অবশেষে গোলশূন্য হয়েই মরশুমের প্রথম ডার্বি শেষ হল।’ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছেন মোহনবাগানের জোসেফ বেতিয়া।

মোহনবাগান অফিসিয়াল থেকে সংগৃহীত

আরও পড়ুন-একনজরে কলকাতা ডার্বির সাতকাহন

spot_img

Related articles

বদমেজাজি! আমার ছবি এমনিও হলে চলে না, অকপট স্বীকারক্তি অঞ্জন দত্তের 

অভিনেতা–পরিচালক অঞ্জন দত্তকে নিয়ে দীর্ঘদিন ধরেই রয়েছে নানা বিতর্ক। অনেকেই তাঁকে ‘ঠোঁটকাটা’ বা ‘বদমেজাজি’ আখ্যা দেন। তবে এ...

চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদিনীপুরে! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক

রোমহর্ষক ঘটনা! প্রতিশোধ নিতে শিক্ষকের হাতের কব্জি কেটে নিল যুবক। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পূর্ব মেদিনীপুরের ভগবানপুর...

একগুচ্ছ প্রকল্পের শিলান্যাস! মঙ্গলে জেলা সফরে বর্ধমানে মুখ্যমন্ত্রী

আগামিকাল, মঙ্গলবার বর্ধমানে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলা সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতিমধ্যেই সাজিয়ে তোলা হয়েছে...

বিদ্যাপতি সেতুর সংস্কার শুরু, ধাপে ধাপে সরানো হবে দোকান

শিয়ালদহ ফ্লাইওভার বা বিদ্যাপতি সেতুর সংস্কার কাজ শুরু করতে চলেছে কেএমডিএ। তার আগে সেতুর নীচে গড়ে ওঠা দোকানগুলিকে...