পুজোর দিনগুলোয় এবার এলাকায় থেকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ দিলেন দলীয় কর্মীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে জেলা সভাপতি ও মন্ত্রীদের সঙ্গে বৈঠকেও বসেন তিনি। এই বৈঠকে উপস্থিত ছিলেন গুরু প্রশান্ত কিশোর ও । যদিও এই বৈঠকে প্রশান্ত কিশোর তৃণমূল নেতৃত্ব এর উদ্দ্যেশ্যে আলাদা করে কোনো রকম পরামর্শ দেননি তবে পিকের গাইডলাইন মেনে দলীয় নেতাদের উদ্দ্যেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ জারি করলেন বলেই মনে করা হচ্ছে। নির্দেশিকায় যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে সেগুলি হল-

আরও পড়ুন-বিধানসভার মূল ফটকে অবস্থানে 3 বিজেপি বিধায়ক

1) পুজোয় আরও ভালো করে জনসংযোগ করতে হবে।
2)পুজোয় বেড়াতে যাওয়া যাবে না।
3)পুজোয়এলাকায় থাকতে হবে ।
4) দিদিকে বলো-কে আরও প্রত্যন্ত গা গাঁ গঞ্জে নিয়ে যেতে হবে।
5) তবে পুজো প্যান্ডেলে কোনও দলীয় পতাকা, পোস্টার বা ব্যানার রাখা যাবে না।

সামনে আসছে বাঙালির প্রিয় দুর্গোৎসব । আর সেই উৎসবের দিনগুলোয় সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়ানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই নয়া প্রকল্প নিয়ে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে রাজনৈতিক মহলে।
