Wednesday, November 12, 2025

মেট্রো-বিপর্যয় সামাল দিতে মুম্বই থেকে এলেন সুড়ঙ্গ-বিশেষজ্ঞরা

Date:

Share post:

বৌবাজারের মেট্রো-বিপর্যয় সামাল দিতে মুম্বই থেকে আনা হল সুড়ঙ্গ-বিশেষজ্ঞদের। এসেছেন ভূতত্ত্ববিদও। সোমবার দুপুরেই ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেন। বিশেষজ্ঞদের ধারনা, এখানে ‌প্রধান সমস্যা কাদাগোলা জল। যা কোনওভাবেই আটকানো যায়নি। হুড়হুড় করে জল ঢুকতে শুরু করে। সরতে শুরু করে বাড়ির নীচের মাটির স্তর। ফলে বাড়িগুলি বসে যেতে থাকে। বিশেষজ্ঞরা বৈঠক করেন মেট্রোর ইঞ্জিনিয়ারদের সঙ্গে। শিয়ালদামুখী এই সুড়ঙ্গে আপাতত বন্ধ রাখা হয়েছে টানেল বোরিং মেশিনের কাজ। প্রাথমিকভাবে মেট্রো আধিকারিকদের সন্দেহ, জলস্তর ‘‌অ্যাকুইফার’‌–এ ধাক্কা লেগেছে, সে কারনেই অতিরিক্ত জল ঢুকে এই বিপত্তি। প্রশ্ন উঠেছে, সমীক্ষায় গলদের জন্যই কি এই পরিস্থিতি তৈরি হয়েছে?‌ ঘটনায় ভেঙে পড়েছে একের পর এক বাড়ি। আরও বাড়ি ভেঙে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। এদিকে, জল ঢোকা বন্ধ করতে উল্টোদিক থেকে জলের চাপ দেওয়ার কথাও ভাবা হচ্ছে। আপাতত দু’‌ভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ফাটল বন্ধ করতে গ্রাউটিং এবং কংক্রিটাইজেশনের সাহায্য নেওয়া হচ্ছে। চেষ্টা করা হচ্ছে দ্রুত পরিস্থিতি সামাল দিতে। মেট্রো সূত্রে জানা গেছে, শনিবার সন্ধে থেকেই সুড়ঙ্গে জল ঢোকা শুরু হয়। যে রিংগুলি বসানো হয়েছে, তার ফাঁকগুলি আটকানোর জন্য সিমেন্টের সঙ্গে বালি এবং কিছু রাসায়নিক মিশিয়ে গ্রাউটিং করা শুরু হয়। কিন্তু তাতেও রক্ষা হয়নি। জল বাড়তেই থাকে। দ্রুত পরিস্থিতি খারাপ হতে থাকে। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হয়, কাজ বন্ধ রাখা হবে। কিন্তু ততক্ষণে মাটির ওপরে ঘটতে শুরু করেছে বিপর্যয়।

spot_img

Related articles

আর্থিক দুনীতির গুরুতর অভিযোগ, রাজ্য ভলিবল সচিবের বিরুদ্ধে নজিরবিহীন বিদ্রোহ

নজিরবিহীন কাণ্ড রাজ্য ভলিবলে(Volleyall)। সচিব পল্টু রায়চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলেন কর্তাদের একাংশ। অভিযোগ উঠেছে মঙ্গলবার পল্টুর অনুগামীরা...

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...