ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে জোম্যাটো

ব্যাপক কর্মী ছাঁটাইয়ের পথে খাবার সরবরাহকারী সংস্থা জোম্যাটো।প্রযুক্তিগত দিকটি উন্নত করতেই তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছে সংস্থা। অটোমেশনের মাধ্যমে গ্রাহকরা যাতে অর্ডার সম্পর্কিত তথ্য সরাসরি পান সেই ব্যবস্থা করেছে সংস্থা। ওই প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে যাবতীয় প্রশ্নের উত্তর পাবেন গ্রাহকরা।

তবে শুধুমাত্র কর্মী ছাঁটাই করেই দায় সারেনি জোম্যাটো। তারা জানিয়েছে, ছাঁটাই হওয়া কর্মীদের ন্যূনতম দু’মাস এবং সর্বোচ্চ চার মাসের বেতন অতিরিক্ত দেওয়া হবে। তাছাড়া পারিবারিক স্বাস্থ্য বিমার মেয়াদও জারি থাকবে 2020 সালের জানুয়ারি মাস পর্যন্ত। এছাড়া বিভিন্ন সংস্থার সঙ্গে কেরিয়ার গড়ার সুযোগও পাবেন তাঁরা।দেশের বিভিন্ন শহরে নতুন ‘গোল্ড প্রোগ্রাম’ নামে বিশেষ এক পরিষেবা চালু করছে জোম্যাটো। এর মাধ্যমে খাবারের অর্ডার দিলে বিশেষ ছাড় পাবেন গ্রাহকরা।

আরও পড়ুন-এনআরসি-র বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ মিছিল

Previous articleপ্রয়াত নৃত্যশিল্পী-অভিনেতা বিরু কৃষ্ণণ, বলিউডে শোকের ছায়া
Next articleBIG BREAKING: খোঁজ মিলল ল্যান্ডার বিক্রমের