সোমবার রাতে নানুরে নিহত বিজেপি কর্মী স্বরূপ গড়াইয়ের মরদেহ নিয়ে সরগরম রাজ্য-রাজনীতি। গতকাল রাতেই পুলিশ তাঁর দেহ বোলপুরে নিয়ে যায়। কিন্তু বিজেপি ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ, তাঁদের কিছু না জানিয়েই মরদেহ বোলপুরে আনা হয়েছে।

সেইমত আজ মঙ্গলবার সকালে এনআরএস হাসপাতালে গিয়ে স্বরূপবাবুর মরদেহ দাবি করেন পরিবারের লোকজন ও বিজেপি কর্মীরা। বিজেপি-র পক্ষ থেকে জানানো হয়েছে মরদেহ না পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাঁদের বক্তব্য, পুলিশ এনআরএস থেকে দেহ কেন তাঁদের হাতে তুলে দিল না? কেন দেহ রাজ্য বিজেপির সদর দফতরে নিয়ে যেতে দেওয়া হল না? তাঁদের আরও অভিযোগ, পুলিশ রাতের অন্ধকারে দেহ এনআরএস-এর মর্গ থেকে বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে। এক্ষেত্রে প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ নিহতের পরিবার। বিজেপির রাজ্য নেতৃত্ব নিহত কর্মীর পাশে দাঁড়িয়ে এনআরএস হাসপাতালে প্রতিনিধি পাঠিয়েছে। তাঁদের রিপোর্টের উপর ভিত্তি করে আগামিকাল বুধবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে রাজ্য বিজেপি। মঙ্গলবার মহরমে ছুটি রয়েছে হাইকোর্ট। তাই বুধবার আদালতে মামলা করবে গেরুয়া শিবির।

আরও পড়ুন – কাশ্মীরে ভয় দেখানো পোস্টার, ধৃত 8

অন্যদিকে, এদিন সকালেই স্বরূপ গড়াই-এর মৃতদেহ নিয়ে যাওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে তাঁর পরিবারকে অনুরোধ করে পোষ্টার দেওয়া হয়েছে নানুরের বাসাপাড়া বাজার এলাকার বিভিন্ন জায়গায়। নোটিশে স্পষ্টভাবে লেখা, দেহ নিতে অস্বীকার করেছে পরিবার, তাই তা বোলপুর মহকুমা হাসপাতালের মর্গে রাখা রয়েছে।


সব মিলিয়ে নানুরে নিহত বিজেপি কর্মীর মরদেহ নিয়ে চরম নাটকীয় পরিস্থিতি। পুলিশ প্রশাসন ও নিহতের পরিবারের ও সেইসঙ্গে বিজেপির মধ্যে মরদেহ নিয়ে চলছে ব্যাপক টানাপোড়েন।

আরও পড়ুন – পাক মদতে ফের সক্রিয় মাসুদ আজহার
