Monday, December 8, 2025

জমজমাট প্রাক শারদীয়া তাঁতের হাট

Date:

Share post:

পুজো আসতে আর মাত্র কয়েক দিন বাকি। তাই সকলেই এখন শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত। মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আর বাঙালি মানেই পুজোর সাজে মেয়েদের শাড়ি মাস্ট। সারা বছর শাড়ি পড়া হোক বা না হোক, অষ্টমীর অঞ্জলিতে বা নবমীর রাতে শাড়ি না পড়লে যেন পুজোর সাজটাই অসম্পূর্ণ থেকে যায়। আর সেই কথা মাথায় রেখেই রাজ্য সরকারের পক্ষ থেকে ‘বাংলার তাঁতের হাট 2019’ এনেছে বিভিন্ন শাড়ির পসরা। যা না দেখলে বা না কিনলে আপনার পুজোর সাজ কিন্তু অসম্পূর্ণ থেকেই যাবে।

করুণাময়ী সেন্ট্রাল পার্কে বসেছে ‘বাংলার তাঁতের হাট’। যেখানে ফুলিয়া থেকে শুরু করে জামদানি, আবার হ্যান্ডলুম থেকে তসর সিল্ক সবকিছুর বিপুল সম্ভার রয়েছে এই মেলায়। বসেছে অসংখ্য স্টল। নদিয়ার ফুলিয়া, মেদিনীপুর, বর্ধমান, শান্তিপুর থেকে সকলে এসেছেন তাদের শাড়ির সম্ভার নিয়ে। আছে হাতের কাজে তৈরি কাথাস্টিচ, বালুচরী সহ আরও অনেক শাড়ি। রয়েছে বুটিকের শাড়িও। সব মিলিয়ে ঐতিহ্য ও আধুনিকতার এক মেলবন্ধনের ছবি ধরা পড়েছে এই বাংলার তাঁতের হাটে।

আরও পড়ুন – আপনার ‘পূজো’ আমাদের পুজো নয়

এই মেলায় ভিড়ও নেহাত কম চোখে পড়েনি। বেশিরভাগ স্টলেই মহিলাদের আনাগোনা দেখতে পাওয়া যায়। একজন বিক্রেতা তো বলেই দিলেন, ‘আমার এই নিয়ে তিনবার আসা হল। আরও একবার আসার ইছা আছে। পুজোর কেনাকাটা এখান থেকেই এবার করলাম। দারুণ সব কালেকশন রয়েছে এখানে। খুব ভাল লাগল।’

তবে এখানে শুধু শাড়ি পাবেন না। এর সঙ্গে পাবেন মানানসই গয়না। তবে এ গয়না সোনা বা রূপোর নয়। এ গয়না মাটির, টেরাকোটার। আবার অনেকে নারকেলের মালা থেকে বা সুপারি দিয়েও অভাবনীয় শৈল্পিক কায়দায় গয়না নিজে হাতে তৈরি করে সকলের সামনে তুলে ধরেছেন।

শাড়ি হোক বা গয়না সবই পাবেন সাধ্যমত দামে। প্রসঙ্গত, এই মেলা চলবে আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত। রাজ্য সরকারের পক্ষ থেকে এই অভিনব উদ্যোগ তাঁত শিল্পকে এভাবেই ঘরে ঘরে আরও বেশি করে পৌঁছে দিচ্ছে। তাই যে কারোর পুজোর ‘শপিং ডেস্টিনেশন’ হতেই পারে এই ‘বাংলার তাঁতের হাট 2019’, তা বলাই যায়।

  ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – আদালতে এক অন্য ‘চায়েওয়ালা’

spot_img

Related articles

SIR আবহে আজ কোচবিহার সফরে মমতা, রয়েছে একগুচ্ছ কর্মসূচি

SIR আবহে আজ ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee)। সোমবার দুপুরে কোচবিহার যাচ্ছেন মমতা। একগুচ্ছ কর্মসূচি নিয়েই...

নাইট ক্লাবের অগ্নিকাণ্ডে সাসপেন্ড তিন সরকারি আধিকারিক, মৃতদের মধ্যে বাংলার ১

গোয়ার নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে( Goa Night Club Fire) প্রাণ হারিয়েছেন ২৫ জন মানুষ। মৃতদের মধ্যে ২০ জনই...

শুরু ২৫তম নাট্যমেলা, উদ্বোধনে মন্ত্রী ইন্দ্রনীল – অরূপ – ব্রাত্য

রবিবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্রসদনে পশ্চিমবঙ্গ নাট্য আকাদেমির উদ্যোগে শুরু হলো ২৫তম নাট্যমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন...

প্রয়াত চলচ্চিত্রের যুগান্তরের সাক্ষী কল্যাণ চট্টোপাধ্যায়, শোকের ছায়া টলিউডে

প্রয়াত বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা কল্যাণ চট্টোপাধ্যায়। দীর্ঘদিন ধরে একাধিক রোগে আক্রান্ত ছিলেন তিনি। রবিবার রাতে হাসপাতালেই প্রয়াত...