জম্মু-কাশ্মীর ভারতের অংশ, POK অধিকার ছেড়ে দিক পাকিস্তান : ব্রিটেন

রবিবার ব্রিটিশ সাংসদ বব ব্ল্যাকম্যান জানিয়েছেন, জম্মু ও কাশ্মীর ভারতেরই অংশ। তাই পাকিস্তানের প্রথমেই পাক-অধিকৃত কাশ্মীর খালি করে দেওয়া উচিত।

তাঁর বক্তব্য, “সমগ্র জম্মু ও কাশ্মীর ভারতের অংশ। যারা এবিষয়ে রাষ্ট্রসংঘের উপদেশ কার্যকর করতে চাইছেন তাদের এখনই পাক মিলিটারি বাহিনীকে কাশ্মীর থেকে বের করে দেওয়া উচিত। যাতে এই রাজ্যকে এক করা যায়।”

Previous articleসৌদিতে এখনও জ্বলছে তেল উৎপাদন কেন্দ্র, জ্বালানির দাম বাড়ার সম্ভাবনা প্রবল
Next articleজনসংযোগের নতুন পন্থা, জন্মদিনে উড়বে মোদির ছবি দেওয়া ঘুড়ি!