পাক-অধিকৃত কাশ্মীর খুব তাড়াতাড়ি ভারতের সঙ্গে জুড়বে। প্রত্যয়ী বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তাঁর মতে, পাক-অধিকৃত কাশ্মীর ভারতেরই অংশ। একদিন সেখানে ভারতের আইনই কার্যকর হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিদেশমন্ত্রী বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদকে মদত দিয়েছে। সারা দুনিয়ার কাছেই এটা পরিষ্কার। সেই কারণে কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চেও ধাক্কা খেয়েছে পাকিস্তান।
পাকিস্তানে সংখ্যালঘুদের উপর অত্যাচারের কারণে সিন্ধুপ্রদেশে সংখ্যালঘুদের সংখ্যা ক্রমে হ্রাস পাচ্ছে বলে অভিযোগ বিদেশমন্ত্রীর।

আরও পড়ুন-পুজোর আগে কর্মীদের জন্য সুখবর শোনালো রেল

