প্রায় আড়াই বছর পর প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে গিয়ে প্রথমেই সৌজন্য বিনিময়ের প্রতীক হিসেবে নরেন্দ্র মোদির হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেন একগুচ্ছ হলুদ গোলাপ।

এখানেই শেষ হয়নি। সৌজন্য বিনিময়ের পর মোদির হাতে তুলে দেন চন্দননগরের বিখ্যাত সূর্য মোদকের বড় এক বাক্স জলভরা সন্দেশ এবং বিশ্ব বাংলার তাঁত শিল্পীদের তৈরি এক অতুলনীয় পাঞ্জাবি-সেট। উপহার পেয়ে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

আরও পড়ুন-রাজীব স্যরের Distance Education
