Monday, November 3, 2025

আলতা সিঁদুর ধর্ম না বিজ্ঞান, আসুন রামমোহন সম্মিলনীতে

Date:

Share post:

বিবাহিত মহিলারা আলতা সিঁদুর পরেন কেন? এর পিছনে শুধুই ধর্ম, রীতি ; নাকি বিজ্ঞানও আছে? কীভাবে চালু হল এগুলি? কী দিয়ে তৈরি হয়? সিঁদুর আলতার এই বিষয়টিই এবার রামমোহন সম্মিলনীর পুজোর থিম। 75তম বর্ষে থিম রূপায়ণে ক্লাবের পাশে মহাতীর্থ সিঁদুর ও আলতা।

ক্লাবসূত্রের বক্তব্য, বিবাহিত হিন্দু নারীদের সিঁথিতে সিঁদুর পরা আনুমানিক 5000 বছরের প্রাচীন সংস্কৃতি। প্রাচীন রামায়ণে মাতা সীতা এবং মহাভারতে দ্রৌপদীর সিঁথিতে সিঁদুর ব্যবহারের প্রমাণ আছে। একই প্রমাণ আছে হরিবংশ পুরাণে যখন শ্রীকৃষ্ণ রুক্মিনীদেবী কে বিবাহ করেন তখন তিনিও রুক্কিনীদেবীর সিঁথিতে সিঁদুর দান করেছিলেন, এই পরম্পরাই এখনও অবধি হিন্দু বিবাহে চলে আসছে। হিন্দু সমাজের মঙ্গলচিন্হ সিদুঁর দিয়েই গড়ে উঠছে এবার উত্তর কলকাতার রামমোহন সম্মিলনীর পূজামন্ডপ । এবার তাদের পুজোর 75 তম বর্ষ তাই উদ্যোক্তাদের মধ্যে দেখা গেল বিশেষ উদ্দিপনা। ক্লাব সদস্য অনির্বাণ সেনগুপ্ত জানালেন বর্তমানে সিঁদুরের ব্যবহার কমে আসছে। আধুনিকতার সঙ্গে পরম্পরাকেও ধরে রাখার প্রয়োজন আছে সেটা সমাজের সামনে তুলে ধরতেই তাদের এই প্রয়াস।

মন্ডপে তুলে ধরা হচ্ছে ব্রহ্মান্ডপুরাণের অংশ বিশেষ। দেবী ললিতা যিনি মা দূর্গা বা মা শক্তির অপর নাম তার মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। এখানে ললিতাদেবীর সিঁথির সিঁদুর কে শ্রীলক্ষ্মীর প্রতীক হিসাবে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ একজন বিবাহিত নারীকে এই সিঁদুরই শ্রীলক্ষ্মীর স্বরূপ হিসাবে সমাজের সামনে তুলে ধরে। হিন্দু সংস্কারে নারীকে লক্ষ্মী হিসাবে গণ্য করা হয় এবং বিবাহিত নারী কে শ্রী+ লক্ষ্মী =শ্রীলক্ষ্মী হিসাবে গণ্য করা হয় কারণ একজন বিবাহিত নারী সংসারের ‘শ্রী’ এর কারক, ‘শ্রী’ বিনা সেই সংসার পূর্ণতা পায় না।
সিঁদুর পরার সময় মায়েরা নিচের দিকে নয়, ঊর্ধ্বায়ণ করেন। কেন? তার পূর্ণাঙ্গ ব্যখ্যা থাকছে মন্ডপের ভিতরে।
তর্জনি দিয়ে সিঁদুর পরলে কী হয়? মধ্যমা দিয়ে ধারণ করলেই বা কি হয় এইসবের উত্তর পেতে গেলে আসতেই হবে রামমোহন সম্মিলনীর পুজো দেখতে।

শিল্পী মলয় রায় জানালেন মন্ডপের মূল মন্ডপের প্রবেশদ্বারে চোখে পড়বে আকাশ থেকে নেমে আসা স্বর্গীয় সিঁদুরের রেখা এবং সেই সিঁদুর গঙ্গার তীরে অসংখ্য নৌকো যেগুলো আমাদের এক একটি সংসার। এই সিঁদুরই নৌকারূপি সংসারগুলোকে জগৎ পাড়াপাড় করাচ্ছে। তার নিচেই থাকছে বাঁশ আর লাল কাপড়ের নিপুন বাধন যা মনে করিয়ে দেবে সংসারে সবার মধ্যের মেলবন্ধন। মন্ডপের ভিতরে থাকছে সিঁদুর ব্যবহারের আধ্যাত্মিক, সামাজিক ও বৈজ্ঞানিক ব্যখ্যা যা ট্র্যডিশনাল পেন্টিং এর মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে।
প্রতিমাতেও থাকছে বহু পুরানো কালিঘাটের পটদূর্গার ফ্ল্যশব্যাক।

আরও পড়ুন-দুর্গোৎসবে সরকারি প্যাকেজ

 

spot_img

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...