এবার হাইকোর্ট, সুপ্রিমকোর্টে ছুটবেন রাজীব, কিন্তু 25শের পর?

আলিপুর কোর্টে রাজীব কুমারের আগাম জামিনের আবেদন খারিজ হল শনিবার রাতে।

সূত্রের খবর, সোমবারই এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে ছুটবেন রাজীবের আইনজীবীরা। জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে শুনানির কথা। হয়ত মঙ্গল বা বুধবার শুনানি হবে।
যদি সেখানে জামিন মেলে, তাহলে আবার সিবিআই ছুটবে সুপ্রিম কোর্ট। আর জামিন না পেলে রাজীবকেই যেতে হবে সুপ্রিম কোর্টে।
এর মধ্যে 25 সেপ্টেম্বর আরেক সমস্যা। রাজীব নিখোঁজ। তাঁর আইনজীবীরা বলছেন মোটেই নিখোঁজ না। 25 তারিখ অবধি থাকবেন না, সেতো রাজীব নবান্নকে জানিয়েই গেছেন। প্রশ্ন হল, যদি 25 তারিখ অবধি রাজীব রক্ষাকবচ না পান, তাহলে 26 তারিখ তিনি কী করবেন? এনিয়ে প্রবল চাপে রাজীবশিবির।

Previous articleরাজীব কুমার-এর আগাম জামিনের আর্জি খারিজ
Next articleরাজীবকুমার খুন হতে পারেন, আশঙ্কার বোমা সোমেনের