আলিপুর কোর্টে আগাম জামিনের আবেদনে সই খোদ রাজীব কুমারেরই। তাঁর স্ত্রীর নয়। এটা দেখে সিবিআইর স্পষ্ট ধারণা, কাছেপিঠেই রাজীব আছেন। তবে কোনো শক্তপোক্ত পৃষ্ঠপোষকতায়। এবং এক অলিখিত সুরক্ষাবলয়ের মধ্যে। এটি কোনো ব্যক্তিগত বাড়ি বা গেস্ট হাউস হওয়ার সম্ভাবনা বেশি, যেখানে লোক যাতায়াত কম।
