এবার মির্জার মুখোমুখি ম্যাথু?

নারদ কাণ্ডে নয়া মোড়। নারদ কাণ্ডে ধৃত বর্ধমানের প্রাক্তন পুলিশ সুপারকে জেরা করতে চায় সিবিআই। সূত্রের খবর, কলকাতায় আসতে ম্যাথু স্যামুয়েলকে ফোন করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মির্জার সঙ্গে তাঁকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চায় সিবিআই। সিবিআই সূত্রে খবর সেই কারণেই তাঁকে কলকাতায় ডেকে পাঠিয়েছে তারা।