এখন প্রকাশ্যে চুমু খেলেই হতে পারে জরিমানা। হ্যাঁ। ঠিকই দেখছেন। শনিবার এমনই নিষেধাজ্ঞা জারি করল মহম্মদ বিন সলমনের প্রশাসন। অভ্যন্তরীণ মন্ত্রক এক বিবৃতি জারি করে জানায়, প্রকাশ্যে মহিলাদের আঁটাসাঁটো পোশাক পরা এবং ‘অশোভনীয়’ আবেগ প্রকাশ করলে মোটা অঙ্কের জরিমানা হতে পারে। প্রকাশ্যে হিজাব পরা নিদান রয়েছে সৌদি মহিলাদের জন্য। কিন্তু বিদেশিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য না হলেও হাঁটু পর্যন্ত পোশাক পরিধান করতে হবে।

গত এক বছরে মহিলাদের জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেন সলমন। নারী-পুরুষ একসঙ্গে হলে গিয়ে সিনেমা দেখা, ড্রাইভিং, স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার মতো সুবিধা দিয়েছে সৌদি প্রশাসন।

আরও পড়ুন-৩ অক্টোবর থেকে যাত্রা শুরু নয়াদিল্লি-কাটরা বন্দে ভারত এক্সপ্রেসের
