Monday, November 10, 2025

‘অনুপ্রবেশকারীদের স্থান নেই বাংলায়’, পদ্মশিবিরে গিয়েই সরব সব্যসাচী

Date:

Share post:

দলে যোগ দিয়েই এনআরসি নিয়ে বিজেপির সুরে সুর মেলালেন সব্যসাচী দত্ত। তাঁর দাবি, ভারতীয়রা থাকবেন কিন্তু অনুপ্রবেশকারীদের কোনও স্থান নেই বাংলায়। জল্পনা ছিল অনেক দিনই। বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত যোগ দিচ্ছেন বিজেপিতে। গত কয়েকদিন ধরে সেই খবরে সিলমোহরও পড়ে। মঙ্গলবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগ দিলেন সব্যসাচী দত্ত। দলে যোগ দিয়েই হেভিওয়েট সভায় বক্তৃতা দিলেন তিনি। আর বলতে উঠেই নরেন্দ্র মোদিকে দেশ গঠনের জন্য ধন্যবাদ দিলেন এক সময়ের ঘাসফুলের দক্ষ সংগঠন। বিদেশের মাটিতে এই প্রধানমন্ত্রীর জন্যেই ভারতের সম্মান বৃদ্ধি হয়েছে বলেও দাবি করেন সব্যসাচী।

অতিথি আপ্যায়ন বাংলার ঐতিহ্য বলে উল্লেখ করে তিনি জানান, বিধাননগরের বাসিন্দা হিসেবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ অনেক সময়ই তাঁর এলাকায় চা খেতে যান। লোকসভা নির্বাচনের আগেই বিজেপি নেতা মুকুল রায় গিয়েছিলেন সব্যসাচীর বাড়ি। সেখানে তাঁর লুচি-আলুর দম খাওয়া নিয়ে রাজনীতিতে জলঘোলা কম হয়নি। পরে পরস্পর বিরোধী বক্তব্যও রাখেন দুজনে। কিন্তু সেই ঘটনার পর থেকেই প্রকাশ্যে চলে আসে বিধাননগরের পুরসভার মেয়রের সঙ্গে তৃণমূলের দূরত্ব। সব্যসাচী দত্তের বিরুদ্ধে অনাস্থা আনেন কাউন্সিলররা। নিজের বিষয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন সব্যসাচী। আশা ছিল শেষ মুহূর্তে পাল্টে যাবে পাশা, এমন দাবিও করেছিলেন তিনি। কিন্তু পাল্টায়নি। পদ হারিয়ে শুধুমাত্র সাধারণ কাউন্সিলর হিসেবে ছিলেন তিনি। কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষ্যে যজ্ঞ করেন সব্যসাচী। তৃণমূলের সঙ্গে তার ব্যবধান আরও বাড়ে। এরপরেই ইনডোর স্টেডিয়ামে মঙ্গলবার নিজেকে ভারতীয় জনতা পার্টির কর্মী হিসেবে দাবি করেন তিনি। তাঁর মতে, অতিথি আপ্যায়নে যাঁরা বাধ সাধেন তাঁরা অন্য গ্রহের প্রাণি।

আরও পড়ুন-আবার দামবৃদ্ধি রান্নার গ্যাসের

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...