Sunday, November 16, 2025

মন্দার ধাক্কায় রাষ্ট্রপুঞ্জে বন্ধ এসকালেটর

Date:

Share post:

অর্থনৈতিক মন্দার ধাক্কা এবার রাষ্ট্রপুঞ্জেও। বিশ্ব জুড়ে চলা মন্দার কারণে এবার খরচ লাগাম টানছে তারা। খরচ কমাতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যার মধ্যে রাশ টানা হচ্ছে বিদ্যুতের বিল ও কূটনীতিকদের পানাহারে। শুক্রবার, এই ঘোষণা করেছে রাষ্ট্রপুঞ্জ।

স্বাস্থ্য সচেতন ব্যক্তিরা অনেক সময়ই লিফট বা এসকালেটর ছেড়ে সিঁড়ি ব্যবহার করেন। কিন্তু এবার খরচ কমাতে রাষ্ট্রপুঞ্জে এসকালেটর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকী বন্ধ রাখা হতে পারে এয়ার কুলারও।

কোপ পড়েছে অবসর যাপনেও। কূটনীতিকদের জন্য যে পানশালা রয়েছে, তাও বন্ধ করে দেওয়া হবে বিকেল পাঁচটার মধ্যে।
তবে, এসবের সঙ্গে কর্মীদের উদ্বেগ বাড়িয়েছে তাঁদের বেতন কাঠামো। চলতি মাসের শেষে কর্মীদের বেতন দিতে সমস্যা হতে পারে বলে সূত্রের খবর। যদিও সংস্থার তরফে আশ্বস্ত করা হয়েছে, কর্মীদের বেতন নিয়মিত রাখতেই বাড়তি খরচ কমানো হচ্ছে। রাষ্ট্রপুঞ্জের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মুখপাত্র ক্যাথরিন পোলার্ড জানান, বর্তমানে ৩৭ হাজার কর্মীকে নিয়মিত বেতন দেওয়ার জন্যই অতিরিক্ত খরচে রাশ টানা হচ্ছে।

আরও পড়ুন – ফের শীর্ষে আম্বানিই, ফোর্বসের তালিকায় ভারতের প্রথম 10 ধনী কারা?

এসবের পাশাপাশি, বিমান যাত্রাতেও কড়াকড়ি করা হচ্ছে। এবার থেকে রাষ্ট্রপুঞ্জের কর্তারা আগের চেয়ে কম বিমান পরিষেবা পাবেন। চলবে না ঘন ঘন পার্টিও। নয়া কর্মী নিয়োগও রাশ টানা হচ্ছে।

গত এক দশকে রাষ্ট্রপুঞ্জ এমন আর্থিক সংকটে পড়েনি বলে মত রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তোনিও গুয়াত্রেস। আগেই রাষ্ট্রপুঞ্জ জানিয়েছিল, ৬০টি দেশ রাষ্ট্রপুঞ্জকে সময়মতো প্রাপ্য টাকা দেয়নি। এর মধ্যে রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, ইরান, ইজরায়েল ও ভেনিজুয়েলা। ফলে চলতি বছরে অপারেটিং বাজেটে ঘাটতি রয়েছে ১৪০ কোটি ডলার। রাষ্ট্রপুঞ্জকে পিস কিপিং অপারেশনের জন্য বিভিন্ন দেশ অর্থ দেয়। সেক্ষেত্রেও অনেকে প্রাপ্য দেয়নি। ফ্রান্স বাকি রেখেছে ১০ কোটি ৩০ লক্ষ ডলার, আমেরিকা ২৩০ কোটি ডলার। ফলে পিস কিপিং মিশনে সেনা পাঠিয়েও, তাদের প্রাপ্য অর্থ দিতে মেটাতে পারছে না রাষ্ট্রপুঞ্জ।

আরও পড়ুন – মোদির সঙ্গে বসে দক্ষিণী পদ খেলেও পাকিস্তানকেই 300 ট্যাঙ্ক দিচ্ছেন জিনপিং

spot_img

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...