তৃণমূলনেতা ও বিধায়ক অশোক দেব গুরুতর অসুস্থ। তিনি এখন জে এন রায় হাসপাতালের আইসিসিইউতে চিকিৎসাধীন। প্রবল শ্বাসকষ্ট। হাসপাতালের পক্ষে সজল ঘোষ ও শুভ্রাংশু ভক্ত জানান, মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে। একান্ত সহযোগী গোপাল ভট্টাচার্য বলেন,” চারপাশ থেকে দলের নেতা, কর্মী, সমর্থকরা খবর নিচ্ছেন, আসছেন।” বজবজ পুরসভার কর্তারা এসেছেন। প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ দীর্ঘক্ষণ থেকে খোঁজখবর নেন। সজল ঘোষ বলেন,” বাংলার ছাত্র রাজনীতির অন্যতম স্তম্ভ অশোক দেবকে সুস্থ করে তুলতে হাসপাতালের গোটা টিম সর্বশক্তিতে কাজ করছে।”

আরও পড়ুন-ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিপুল বৃদ্ধি রাজ্যে, দাবি সরকারে
