ব্রেক্সিট চুক্তিতে পার্লামেন্ট তাঁর পাশে দাঁড়াবে, স্থির বিশ্বাস ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনের। আজ, ভোটাভুটি। জিতলে ইউরোপীয়ান ইউনিয়ান থেকে বেরিয়ে যাবে ব্রিটেন ৩১ অক্টোবরের মধ্যে। দলের এবং অন্য দলের এমপিদের ফোন করে করে শেষ মুহূর্তে বোঝাচ্ছে বরিসের দল। ভোট পাওয়ার জন্য মরিয়া তিনি। হেরে গেলে যে পদ ছাড়তে হবে, সেটাও জানেন প্রধানমন্ত্রী। বরিসের দাবি অনেকটাই মেনে নিয়ে ইউরোপীয়ান ইউনিয়ান নতুন করে চুক্তি করছে। বরিস বলছেন, কম ভোট হলেও তাঁর চুক্তিতেই সিলমোহর দেবেন এমপিরা। দেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজই ভোটাভুটিতে পরিস্কার হয়ে যাবে।
