কালীপুজো মানেই বারাসাত। আর এবার বারাসাতের কালী পূজা আকর্ষণের কেন্দ্রে চাঁপাডালি মোড় সংলগ্ন মৎস্য আড়তদার উন্নয়ন সমিতির কালীপ্রতিমা। পুরীর এক স্বর্ণ ব্যবসায়ী থাকে ৯৯ কেজি রুপো নিয়ে এসে এবার তৈরি হচ্ছে তাদের ২৮তম বর্ষে রুপোর মাতৃপ্রতিমা। শিল্পী ইন্দ্রজিৎ পোদ্দারের হাত দিয়ে গড়ে এই প্রতিমা। সমিতির সভাপতি যতন চ্যাটার্জিও কোষাধ্যক্ষ তনয় পাল জানান, প্রতিমা তৈরি করতে তাদের প্রায় ১৬লক্ষ টাকা খরচ হচ্ছে।

১৫ ফুটের শুধু রুপোর প্রতিমাই নয়, এবার মৎস্য আড়তদার উন্নয়ন সমিতির থিম সংকল্প। এই পুজোমণ্ডপও তৈরি করছেন ইন্দ্রজিৎবাবু। কিন্তু কী এই সংকল্প? আসলে আবার থিমের মাধ্যমে পুজো উদ্যোক্তারা সামাজিক অবক্ষয় দূর করে সমাজ সচেতনতা জনমানসে তুলে ধরার সংকল্প নিয়েছেন। তাই এমন ভাবনা।

আরও পড়ুন – দুর্গাপুজো পেরিয়ে কালীপুজো- পিছু ছাড়ছে না বৃষ্টি

তাদের সংকল্প গুলি এরকম- নাবালিকাদের বিয়ে আটকানো থেকে শুরু করে শিশুশ্রম রোধ করা কিংবা মাদক থেকে মানুষকে দূরে রাখা। আর এই সবকিছুই প্রতীকী মডেল তুলে ধরা হবে পূজামণ্ডপে।

দীপাবলী মানেই আলোর উৎসব। তাই উদ্যোক্তারা অভিনব আলোকসজ্জা উপস্থাপন করবেন। সঙ্গে চারদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ। পুজোর উদ্বোধন করবেন বলিউডের কোনও নামী তারকা। তবে তিনি কে, সেটা এখনই জানাতে চান না পূজা কমিটি কর্তারা।

ছবি – প্রকাশ পাইন

আরও পড়ুন – ঢাকায় টলিউড তারকাদের জমজমাট মেলা
