মার্কিন মুলুকে দেওয়ালি, বৃহস্পতিবার প্রদীপ জ্বালাবেন ট্রাম্প

ভারতে দেওয়ালি উৎসবের তিনদিন আগেই, বৃহস্পতিবার আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প দেওয়ালি শুরু করবেন। হোয়াইট হাউসে হবে এই উৎসব। হোয়াইট হাউসে এই উৎসব শুরু করেছিলেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামা। ওবামা 2009 সালে প্রথমবার পালন করেছিলেন। সূত্রের খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে দেওয়ালি উৎসবের সূচনা করবেন ট্রাম্প। সেদিন আর কি কি আয়োজন হবে, তা এখনও জানা যায়নি।

2017 সালে ক্ষমতায় আসার পর প্রথমবার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে দেওয়ালি পালন করেছিলেন। এ বছর তাঁর তৃতীয় দেওয়ালি। 2018 সালে ট্রাম্প ভারতের তৎকালীন রাষ্ট্রদূত নভজেত সিং সরানাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন।

আরও পড়ুন – বাংলায় এনআরসি হবে না, ৩ জেলার প্রশাসনিক বৈঠকে ফের জানালেন মমতা

Previous article৯৯ কেজি রুপোর প্রতিমায় নজর কাড়বে চাঁপাডালি মৎস্য আড়তদার সমিতির কালীপুজো
Next articleমুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবার কালীপুজোতে বারাসতের কেএনসি রেজিমেন্টের ভাবনা “হেরিটেজ অফ বেঙ্গল”