দুর্গাপুজো পেরিয়ে কালীপুজো- পিছু ছাড়ছে না বৃষ্টি

ছবি-প্রকাশ পাইন

দুর্গাপুজো পরিয়ে কালীপুজোতেও বৃষ্টির ভ্রূকুটি। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, কালীপুজো ও দিওয়ালির সময় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

ঘূর্ণাবর্তের জেরেই চলতি সপ্তাহের শেষে দিকেই বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টিও হতে পারে। তাপমাত্রার পারদও নামতে পারে কিছুটা। কালীপুজোর সময় হালকা শীতের আমেজ অনুভূত হবে বলে মত আবহাওয়া দফতরের। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি থাকায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজায় থাকবে অস্বস্তিও।

আরও পড়ুন-বিশ্রাম নেবে কিনা, সেই সিদ্ধান্ত বিরাটের, জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ

 

Previous articleবিশ্রাম নেবে কিনা, সেই সিদ্ধান্ত বিরাটের, জানালেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ
Next article‘ব্যতিক্রমী, দুর্দান্ত’, মোদির সঙ্গে বৈঠক শেষে বললেন অভিজিৎ